Saturday, January 10, 2026

দোল খেলার নামে বিদেশিনীর সঙ্গে চূড়ান্ত ‘অ*সভ্যতা’! লজ্জিত গোটা দেশ  

Date:

Share post:

হোলির (Holi) দিন জাপানি মহিলাকে (Japanese Women) হেনস্থার (Assault) অভিযোগ। ঘটনায় তিন জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। গত বুধবার অর্থাৎ ৮ মার্চ ছিল হোলি। আবার ওই বিশেষ দিনেই ছিল আন্তর্জাতিক নারী দিবসও (International Womens’ Day)। আর মহিলাদের জন্য এই বিশেষ দিনেই দিল্লির একদল পুরুষের অমানবিক আচরণে লজ্জায় মুখ ঢাকল ভারতের। সুদূর জাপান (Japan) থেকে ভারতে হোলি উদযাপনে সামিল হতে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হতে হল এক ২২ বছর বয়সী এক যুবতীকে। দোল খেলার নামে ওই যুবতীর সঙ্গে কোনও অসভ্যতা করতে বাকি রাখেনি একদল পুরুষ। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, জাপানি যুবতী ওই পুরুষের দলকে বাধা দিচ্ছেন। আর তাঁকে ঘিরে ধরে জোর করে তাঁর গায়ে-মুখে রং লাগাচ্ছে ওই পুরুষের দল। এক ব্যক্তিকে তাঁর মাথায় একটি ডিমও ভাঙতে দেখা গিয়েছে। একজনকে থাপ্পড়ও মারেন বিদেশিনী। তারপর সেখান থেকে পালিয়ে বাঁচেন। আর এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় চরম ক্ষোভের জন্ম দিয়েছে। ভিডিয়োটি নজর এড়ায়নি পুলিশেরও। অভিযুক্তরা ঘটনার কথা স্বীকারও করে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর তড়িঘড়ি ভারত ছেড়ে চলে গিয়েছেন ওই জাপানি মহিলা। যদিও এখন বিশ্ব বাংলা সংবাদ ভিডিওটির সত্যতা যাচাই করেনি।

তবে মহিলার পরিচয় জানার জন্য জাপান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে দিল্লি পুলিশ। কিন্তু সেখানে এমন কোনও অভিযোগ জমা পড়েনি। দিল্লি পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করে পাহাড়গঞ্জ এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে। ধৃতদের মধ্যে রয়েছে এক নাবালকও। পুলিশি তদন্তে উঠে আসে, ওই জাপানি মহিলা ভারতে পর্যটক হিসাবে এসেছিলেন। ঘটনার পর বাংলাদেশে চলে গিয়েছেন তিনি। এদিকে ঘটনার পর দিল্লির মহিলা কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়ে দিল্লি পুলিশের দৃষ্টি আকর্ষণ করে। বলিউড অভিনেত্রী রিচা চাড্ডাও (Richa Chadda) ভিডিও শেয়ার করে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে দিল্লি পুলিশ।

 

 

spot_img

Related articles

ভারতকে চাপে ফেলতে গিয়ে বেসামাল বাংলাদেশ, বোর্ডের বিরুদ্ধে সরব ক্রিকেটাররা

বিশ্বকাপ শুরু হতে একমাসও বাকি নেই। ভারতকে চাপে ফেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটেই(Bangladesh Cricket) গৃহযুদ্ধ।  বাংলাদেশের ক্রিকেটাররা এখনও জানেন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

১০ জানুয়ারি (শনিবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৩৭৬০ ₹ ১৩৭৬০০ ₹ খুচরো পাকা সোনা ১৩৮২৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

App-এর ভুলে ১কোটি ৩৬ লক্ষের নাম ‘বাদ’! অভিযোগে AERO পদে অব্যহতির আবেদন

যে পদ্ধতিতে ১ কোটি ৩৬ লক্ষ বাংলার মানুষকে লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আনা হয়েছে সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে...