Tuesday, December 23, 2025

ধোনির কি এটাই শেষ আইপিএল? কী বললেন মাহির প্রাক্তন সতীর্থ?

Date:

Share post:

৩১ মার্চ থেকে শুরু হবে আইপিএল ২০২৩। প্রথম ম‍্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। আসন্ন দেশের একনম্বর ক্রিকেট লিগের জন‍্য প্রস্তুতিতে ব‍্যস্ত প্রতিটি দল। তবে এইবার যে চেন্নাইয়ের জন‍্য আইপিএলটি বিশেষ। কারণ মুখে না বললেও অনেকেই মনে করছেন সম্ভবত এটাই মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল। একই কথা বলতে শোনা গেল তাঁর প্রাক্তন সতীর্থ ম্যাথু হেডেনের গলাতেও। তাঁর মতে, এবারের মরশুমটা একটু আলাদা।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ধারাভাষ্য দিতে গিয়ে হেডেন বলেন, “ধোনির কাছে এই বছরটা বাকি সব বছরের থেকে আলাদা হতে চলেছে। এবারই ধোনি-যুগের শেষ হতে চলেছে বলে আমার মনে হয়। আশা করি সমর্থকের মাঝে নিজস্ব ছন্দেই ও বিদায় নেবে। সমর্থকরাও সেটাই চায়। দুটো বছর ওরা খেলেনি। ফিরে এসে সে বছরই ওরা ট্রফি জিতল। এর পিছনে রয়েছে ধোনি। দলকে আবার গড়ে তোলার পিছনে আসল মস্তিষ্ক ওরই। বাকি দলের মতো ওরা নয়। কিছু ক্রিকেটারের প্রতি পুরোপুরি বিশ্বাস রয়েছে ওদের। সে কারণেই অনেক ক্রিকেটারকে ওরা নিলামে ধরে রাখে।”

তিন বছর পর ফের পুরোনো ফর্ম‍্যাটে ফিরছে আইপিএল। অর্থাৎ, হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে হবে আইপিএল ম‍্যাচ। আর তাতে ধোনির রাজকীয় বিদায়ের পথ আরও সুগম হয়ে বলে মনে করছেন হেডেন। এই নিয়ে তিনি বলেন, “ভারতের কোনায় কোনায় আবার আইপিএল ফিরছে। হাজার হাজার সমর্থক, বিশেষত ইয়েলো আর্মি ধোনিকে দেখতে স্টেডিয়াম ভরিয়ে দেবে। এবারও ঘরের মাঠে ওদের হারানো খুব কঠিন হবে। ঘরের মাঠে ওদের জয়ের রেকর্ড বাকি সব দলের থেকে ভাল। চেন্নাইয়ের সমর্থকরা হয়তো শেষ বারের জন্যে ধোনিকে দেখতে চলেছে । কেউ এই অভিজ্ঞতা ভুলতে চাইবে না। ঘরের মাঠেই হয়ত ধোনিকে বিদায় জানাতে চাইবেন হলুদ আর্মিরা।”

আরও পড়ুন:Breakfast Spots: ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

ক্রিসমাসের রাতে অতিরিক্ত মেট্রো, বদল সূচিতেও!

বড়দিনের ভিড়ের কথা মাথায় রেখে ক্রিসমাসে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। পার্কস্ট্রিট থেকে ধর্মতলা...

যুবভারতীর ঘটনায় সিবিআই-ইডি খারিজ, পুলিশি তদন্তে আস্থা হাই কোর্টের

যুবভারতীর ঘটনায় বিরোধীদের তোলা সিবিআই তদন্তের দাবি খারিজ করে দিল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে স্পষ্ট...

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...