দিনক্ষণ স্থির না হলে আপাতত রাজ্যে সব রাজনৈতিক দলের পাখির চোখ পঞ্চায়েত নির্বাচন। তার আগে দলের লড়াইয়ের রূপরেখা স্থির করতে বৈঠক ডাকলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! কালীঘাটের ওই বৈঠকে হাজির থাকবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। ১৭ মার্চ তৃণমূলের (TMC) শীর্ষ স্থানীয় নেতৃত্বকে ডাকা হয়েছে কালীঘাটে (Kalighat)।

তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত ভোটের আগে স্ট্র্যাটেজি নির্ধারণ করতেই এই বৈঠক। সদ্য সমাপ্ত সাগরদিঘি উপনির্বাচনে পরাজয়ের কারণ নিয়েও আলোচনা হতে পারে। বৈঠকে হাজির থাকতে ইতিমধ্যেই ফোন গিয়েছে প্রথমসারির নেতৃত্বের কাছে। বাংলায় রামধনু জোট তৈরি করছে বিরোধীরা। বাম-কংগ্রেস ঘোষিত জোটকে গোপনে সমর্থন করছে বিজেপি। এই অশুভ আঁতাঁত ভাঙার দাওয়াইও বাতলে দিতে পারেন দলনেত্রী। এই বৈঠকে সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি-সহ দলের শীর্ষ নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগেই এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
