Sunday, November 16, 2025

এসএসসির সব নিয়োগ বাতিল করার হুঁশিয়ারি ক্ষুব্ধ বিচারপতি মান্থার

Date:

Share post:

আদালতের নির্দেশকে তোয়াক্কা করেনি এসএসসি।মানেনি নম্বর দেওয়ার নির্দেশ।পুরো বিষয়টি নিয়ে স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় যরপরনাই  রুষ্ট কলকাতা হাই কোর্ট। এসএসসির চেয়ারম্যানকে ফের তলব করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী শুক্রবার এসএসসির চেয়ারম্যানকে সশরীরে হাজিরা দিতে হবে। কেন কোর্টের নম্বর দেওয়া সংক্রান্ত নির্দেশ মানা হয়নি, তার কারণ দর্শাতে হবে আদালতের কাছে।বিচারপতি মান্থার হুঁশিয়ারি, প্রয়োজনে আদালত সমস্ত নিয়োগ খারিজ করে দিতে পারে।

আসলে যে আইনে নবম-দশম শ্রেণির শিক্ষকদের নিয়োগ ‘অবৈধ’ বলে বাতিল করা হয়েছে, স্কুল সার্ভিস কমিশন আইনের সেই ধারাই এবার চ্যালেঞ্জের মুখে। স্কুল সার্ভিস কমিশনের আইনের ১৭ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। এই আইন প্রয়োগ করেই ৬১৮ জন কর্মরত শিক্ষকের সুপারিশপত্র বাতিল করা হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানি ৩ এপ্রিল।

এদিকে,২০১১ সালে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাঠ্যসূচির  বাইরে থেকে প্রশ্ন এসেছে অভিযোগ তুলে ৮৩ জন মামলা করেন। গত বছর জুন মাসে মামলাকারীদের নম্বর দিতে নির্দেশ দেয় হাই কোর্ট। কিন্তু সেই নির্দেশ এখনও মানা হয়নি বলে অভিযোগ। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি মান্থা বলেন, এসএসসি কি কোর্টের সঙ্গে খেলা করছে? নিজেরা নিয়োগ করছে। আর নিজেরাই ভুল করছে। এমনকি আদালত নির্দেশ দেওয়ার পরও কার্যকর করা হচ্ছে না। এটা কি পরিকল্পিত? ক্ষুব্ধ বিচারপতি আরও বলেন, বলতে কোনও দ্বিধা নেই যে, একটা প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে এরা খেলা করেছে।

বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, এসএসসির প্রতিটি পদক্ষেপ সন্দেহজনক। তারপরই এসএসসির উদ্দেশে ভর্ৎসনার সুরে তিনি বলেন, “আপনারা ভেবেছেন কি? প্রয়োজনে সব নিয়োগ খারিজ করে দেব। আপনাদের সব নিয়োগে সন্দেহ রয়েছে। আদালতের নির্দেশের উপর এ ভাবে চালাকি করলে কড়া পদক্ষেপ করতে বাধ্য হব।প্রয়োজনে সব নিয়োগ বাতিল করে দেব।

 

spot_img

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...