Sunday, January 11, 2026

শাহি দরবারে রাজ্যপাল, পঞ্চায়েত নির্বাচনের আগে কী কথা হল দু’জনের! 

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। এমন আবহেই শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। তবে এদিনের বৈঠকে দু’জনের মধ্যে কী কথা হল, তা নিয়েই তুঙ্গে জল্পনা। তবে বিজেপি (BJP) সূত্রে খবর, এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অমিত শাহকে (Amit Shah) একটি রিপোর্ট জমা দিয়েছেন। ইতিমধ্যে দু’জনের সাক্ষাতের খবর স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Ministry) তরফে টুইট করে জানানো হলেও এদিনের সাক্ষাতে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও সরকারি ভাবে জানানো হয়নি। এদিকে বৃহস্পতিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) সঙ্গেও দেখা করেন আনন্দ।

উল্লেখ্য, শুক্রবার সকালে সংসদ ভবনে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিনই সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। বেশ কিছুক্ষণ কথা হয় দু’জনের। পরে টুইট করে সাক্ষাতের কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে রাজনৈতিক মহলের মতে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে শুক্রবারের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়ে পঞ্চায়েত ভোটের দাবি তুলেছে রাজ্য বিজেপি। মনে করা হচ্ছে, শাহের সঙ্গে সেই বিষয়ে কথাও হয়েছে রাজ্যপালের। পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা (Safety) ও রাজ্যের ডিএ (DA) ইস্যু নিয়েও কথা বলতে পারেন রাজ্যপাল ও অমিত শাহ।

তবে শুক্রবারের অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর তৃণমূল সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) বলেন, ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে তা কেউ জানে না। তবে আইনশৃঙ্খলার কথা যদি বলেন, তবে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী, কলকাতা তথা রাজ্যের আইনশৃঙ্খলা অন্য রাজ্যের থেকে অনেক ভালো। বিজেপি শাসিত রাজ্যের সঙ্গে তুলনা করলেও এগিয়ে রয়েছে বাংলা।

 

 

spot_img

Related articles

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...