Wednesday, August 27, 2025

রাজনীতিকে ‘আলভিদা’ নীতীন গড়করির! শুরু জোর জল্পনা

Date:

Share post:

রাজনীতি (Politics) থেকে অবসর নিতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি (Nitin Gadkari)! সম্প্রতি এমনই জল্পনা ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। তবে কী সত্যিই রাজনীতিকে আলভিদা জানাতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী? আর এমন জল্পনা ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয় জোর গুঞ্জন। তবে তাঁর রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে নিজেই মুখ খুলেছেন কেন্দ্রের এই হেভিওয়েট মন্ত্রী।

সম্প্রতি মহারাষ্ট্রের (Maharashtra) রত্নগিরিতে সাংবাদিকদের মুখোমুখি হন নীতীন গড়করি। তিনি সাফ জানিয়ে দেন, রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনও ইচ্ছা আমার নেই। পাশাপাশি সংবাদমাধ্যমের উদ্দেশে তিনি আরও বলেন, এ বিষয়ে দায়িত্বপূর্ণ সাংবাদিকতা করা উচিত সাংবাদিকদের। উল্লেখ্য, গত বছর বিজেপির সংসদীয় বোর্ডে বড়সড় রদবদল হয়। আর সেই কমিটি থেকে বাদ পড়েন নীতীন গড়করি।

তবে, বর্ষীয়ান এই রাজনীতিক বরাবরই স্পষ্ট কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। একাধিকবার দলের দেখানো পথে না হেঁটে সম্পূর্ণ উল্টো পথে হেঁটে দলের রোষের মুখে পড়েছেন। পাশাপাশি সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে (Manmohan Singh) প্রশংসায় ভরিয়ে দলের অন্দরে চরম সমালোচিত হন তিনি। গড়করি জানান, মনমোহনের হাতে যে অর্থনৈতিক সংস্কার ঘটেছে, তার জন্য ওঁর কাছে চিরকাল ঋণী থাকবে দেশ। উল্লেখ্য, মুম্বই-গোয়া হাইওয়ে নির্মানের কাজ বৃহস্পতিবারই আকাশপথে খতিয়ে দেখেন কেন্দ্রীয় মন্ত্রী। গড়করি জানান, মুম্বই-গোয়া ৬৬ নম্বর জাতীয় সড়ক নির্মাণের কাজ এবছর ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। পরের বছর জানুয়ারিতেই ওই রাস্তা গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

 

 

 

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...