Saturday, August 23, 2025

রামনবমীর অ.শান্তির ক্ষতে প্রলেপ! ‘সাভারকার গৌরব যাত্রা’-র নেতৃত্বে মুখ্যমন্ত্রী শিন্ডে  

Date:

Share post:

রামনবমীকে (Ram Navami) কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মহারাষ্ট্রের (Maharashtra) ঔরঙ্গাবাদ। দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি থেকে বেঁধে যায় চরম সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। পালটা তাঁদের উপর চড়াও হয় কমপক্ষে ৬০০ জন। পাশাপাশি পুলিশের ভ্যান-সহ একাধিক গাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উন্মত্ত জনতার বিরুদ্ধে। ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। আর রামনবমীতে অশান্তির জেরেই এবার মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে ‘সাভারকার গৌরব যাত্রা’ (Savarkar Gaurav Yatra) বিজেপির। তবে বিজেপি র‍্যালি বের করলেও মুখে আলাদা স্লোগান। তাঁদের দাবি সাভারকারকে অপমানের জন্য রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধেই এই পদযাত্রা। এদিন যার নেতৃত্বে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। রামনবমীতে জোর করেই মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে অশান্তির সৃষ্টি করে বিজেপি (BJP)। একাধিক মিছিলে অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় অশান্তির সৃষ্টি করলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। একাধিক জায়গা রণক্ষেত্রের চেহারা নেয়।

বিজেপির মহা বিকাশ আঘাদি আয়োজিত সমাবেশটি মারাঠওয়াড়া সাংস্কৃতিক মণ্ডল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত আছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, সিনিয়র এনসিপি নেতা অজিত পাওয়ার এবং মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি নানা পাটোল সহ একাধিক নেতৃত্ব। এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে, টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে, শিবসেনা (ইউবিটি) এমএলসি আম্বাদাস দানভে তাঁর দলের কর্মীদের শান্তিপূর্ণভাবে সমাবেশে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে বিজেপি কর্মীরা মানতে নারাজ রাম নবমীর অশান্তিকে কেন্দ্র করেই এই পদযাত্রা। তাঁদের দাবি, সাভারকারের উপর কংগ্রেস এবং তার নেতা রাহুল গান্ধীর আক্রমণের বিরোধিতা জানিয়েই এদিনের এই মিছিল। ইতিমধ্যে র‍্যালি ও অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে অশান্তির সূত্রপাত বুধবার সন্ধেয়। রমজান মাসে রামনবমী, আর সেই উপলক্ষে দুই সম্প্রদায় মানুষের মধ্যেই উৎসবের আমেজ। এমন পরিস্থিতিতে ঔরঙ্গাবাদের কিরাদপুরা এলাকায় বুধবার সন্ধেয় যুবকদের দুই গোষ্ঠীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা রণক্ষেত্রের চেহারা নেয়।

 

 

 

spot_img

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...