শনিবার আইপিএল-এ প্রথম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের কাছে হারে দিল্লি ক্যাপিটালস। লখনৌ-এর কাছে ৫০ রানে হারে দিল্লি। আর এই হারের কারণ হিসাবে বোলিং-কেই কাঠগড়ায় তুললেন দিল্লি কোচ রিকি পন্টিং।

শনিবার ম্যাচ শেষে পন্টিং বলেন,”আমাদের বিরুদ্ধে ১৬টা ছক্কা হয়েছে। এর থেকেই বোঝা যায় আমরা কেমন বল করেছি। ১৬টা ছক্কাই প্রমাণ করে, আমাদের বোলিং প্রত্যাশিত মানের হয়নি। এমন বোলিং হলে নিজেদের লড়াইয়ে ফিরিয়ে আনা কঠিন হয়। আমার মতে, ওরা শুধু পাঁচটা দুর্দান্ত চার মেরেছিল। ১৯৩ রান তোলার মতো উইকেটে ছিল না। মাঠে প্রচুর শিশির ছিল। তাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করা তুলনায় সহজ ছিল। কী কী কারণে আমাদের হারতে হয়েছে, সেগুলি বিশ্লেষণ করতে হবে আমাদের।”

বোলিং-এর পাশাপাশি ফিল্ডিং-এর কারণে হারের মুখ দেখতে হয়েছে বলে মনে করছেন দিল্লির কোচ। তিনি বলেন,” মেনে নিতে অসুবিধা নেই প্রতিপক্ষ দল যে রান তুলতে পারত, তার থেকে অনেক বেশি রান তুলেছে। ফিল্ডিং আমাদের কোনও সাহায্যই করেনি। প্রথম চার ওভারের পর আমাদের ফিল্ডিং বেশ খারাপ হয়েছে। খারাপ ফিল্ডিংয়ের জন্য আমরা কয়েকটা সুযোগ নষ্ট করেছি।”

তবে ম্যাচ হারলেও, বিপক্ষ দলের ক্রিকেটার মার্ক উডেরও প্রশংসা করেছেন দিল্লির কোচ। শনিবারের ম্যাচে উড ১৪ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট।

