Saturday, December 6, 2025

কলকাতার অনুরোধ, আইপিএল নেই শাকিব আল হাসান : রিপোর্ট

Date:

Share post:

চলতি আইপিএল-এ নাকি খেলবেন না শাকিব আল হাসান। এমনটাই খবর বাংলাদেশের এক জনপ্রিয় সংবাদমাধ্যমের। তাদের প্রতিবেদনে বলা হয়েছে শাকিবকে আইপিএলে না খেলার প্রস্তাব নাকি দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকেই। আর তাতে নাকি রাজি হয়েগিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। ইতিমধ্যে আইপিএল-এ একটি ম‍্যাচ খেলে ফেলেছ কেকেআর।

এত দিন ধরে শাকিব এবং লিটন দাসকে দ্রুত পাওয়ার জন্যে সব রকম চেষ্টা চলছিল কেকেআর। বার বার কথা বলা হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে। কিন্তু বিসিবি কর্তারা কিছুতেই শাকিব এবং লিটন দাসকে ছাড়তে রাজি হচ্ছে না। এই মুহূর্তে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট দলে রয়েছেন তারা। এরপর শুরু হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের তিন ম্যাচের একদিনের সিরিজ। সেই দলে রয়েছেন শাকিব এবং লিটন। যা শুরু হবে আগামী ৯ মে থেকে, চলবে আগামী ১৪ মে পর্যন্ত। সেই সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। অর্থাৎ মেরেকেটে আড়াই থেকে তিন সপ্তাহের বেশি শাকিব এবং লিটনদের পাবে না কেকেআর। সেই পরিস্থিতিতে শাকিবের পরিবর্তে অন্য কোনও খেলোয়াড়কে কেকেআর দলে নিতে চাইছে বলে ওই বাংলাদেশি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, শুরুর দিকেই নয়, শেষের দিকেও শাকিবকে পাওয়া যাবে না। বাংলাদেশ তখন আয়ারল্যান্ডে যাবে একদিনের সিরিজ খেলতে। সেটি ৯-১৪ মে। ফলে শুরু মতন শেষের দিকে অন্তত পাঁচ-ছ’টি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। সে কারণেই কলকাতার তরফে শাকিবকে অনুরোধ করে বলা হয়েছে, তিনি যদি আইপিএলে না খেলেন তা হলে পরিবর্ত হিসাবে অন্য বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে। আর তাদের দাবি, শাকিব তাতে রাজি হয়ে গিয়েছেন। তিনিও কলকাতাকে অস্বস্তিতে ফেলতে চাইছেন না। দীর্ঘ দিনের সুসম্পর্ক থাকার কারণেই তিনি এই প্রস্তাবে রাজি হয়েছেন বলে খবর। সেই সংবাদমাধ্যমের রিপোর্টে আরও বলা হয়, সেই একই প্রস্তাব দেওয়া হয়েছিল লিটন দাসকে। তিনি অবশ্য রাজি হননি। ফলে লিটনের বদলে আরও একটি বিদেশি ক্রিকেটার নেওয়ার সম্ভাবনা এখন কম। যদিও এই ব‍্যাপারে শাকিব বা কেকেআর কোন পক্ষই মুখ খোলেননি।

আরও পড়ুন:লাল-হলুদে সলমান খানের শো! ব্যবস্থা দেখতে ইস্টবেঙ্গল ক্লাব পরিদর্শনে ভাইজানের প্রতিনিধিদল

 

spot_img

Related articles

সংহতি দিবসে সোশ্যাল মিডিয়ায় একতার বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর 

সাম্প্রদায়িকতার আগুনে জ্বলছে দেশ, সম্প্রীতির মন্ত্রে দীক্ষিত হয়ে বাংলা থেকে লড়াইয়ের বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।বাবরি মসজিদ...

কোচবিহারে তৃণমূলের মিছিলে আচমকা হামলা, অভিযোগের আঙ্গুল বিজেপির দিকে

কোচবিহার জেলার মাথাভাঙ্গা ১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের (TMC ) মিছিলে হামলা, অভিযোগের আঙুল বিজেপির (BJP)...

উত্তরপ্রদেশের বাসিন্দা অমিতাভ! এসআইআর বিভ্রাটের শিকার খোদ বিগ-বি

ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়া (special intensive revision) চলছে দেশের বিভিন্ন রাজ্যের। আরে সেই রিভিশন পর্বেই উঠে এল...

শীতের কামড় কলকাতায়! শনির সকালে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কুয়াশার দাপট 

উইকেন্ডে ভরপুর শীতের (Winter) আমেজ। এক ধাক্কায় পারদ নামল ১৪ ডিগ্রির ঘরে। শনির সকালে কলকাতার তাপমাত্রায় দিনটিকে মরশুমের...