আগামী সপ্তাহের শুরু থেকেই তাপপ্রবাহের (Heat Wave) সত*র্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Department)। সেক্ষেত্রে তাপমাত্রা ৪০ ডিগ্রির পারদ ছুঁতে পারে বলে আশ*ঙ্কা করা হচ্ছে। এ বছর বাঙালির ঘর্মাক্ত বর্ষবরণের রেকর্ড তৈরি হতে পারে বলে মনে করছেন অনেক আবহাওয়াবিদরা।

সোমবার থেকে ঊর্ধ্বমুখী হতে চলেছে তাপমাত্রার পারদ যার আগাম টের মিলেছে শুক্রবার থেকেই। বাংলার ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে তাপমাত্রা। ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর সব থেকে আশঙ্কার জায়গা হল আগামী সপ্তাহের শুরুতেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় আজ, শুক্রবার মূলত পরিষ্কার আকাশ, বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। বরং তাপমাত্রা ক্রমশ বাড়বে। জলীয় বাষ্প থাকায় বেলা বাড়তেই আর্দ্রতাজনিত অস্বস্তি শুরু হয়েছে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
