কবে আসছেন লিটন দাস? জানিয়ে দিল কেকেআর

এদিন কেকেআরের তরফে বলা হয়,"আমরা আগামিকাল পর্যন্ত আহমেদাবাদ থাকব। আগামিকাল দুপুরে ম্যাচ আছে।

জল্পনার অবসান। বেশ কয়েকদিন ধরে যেই প্রশ্নটা ঘোরাফেরা করছিল কলকাতা নাইট রাইডার্সের অনুরাগীদের, সেই প্রশ্নের উত্তর হাজির। অবশেষে কেকেআরের যোগ দিতে চলেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। আগামি ৯ এপ্রিল কলকাতায় আসতে চলেছেন তিনি। ১৪ এপ্রিল ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলে পাওয়া যাবে লিটনকে। এদিন এমনটাই জানান হল কেকেআরের পক্ষ থেকে।

এদিন কেকেআরের তরফে বলা হয়,”আমরা আগামিকাল পর্যন্ত আহমেদাবাদ থাকব। আগামিকাল দুপুরে ম্যাচ আছে। তাই লিটন ঢাকা থেকে সরাসরি কলকাতায় কেকেআরের শিবিরে যোগ দেবে। ঘরের মাঠে আমাদের পরবর্তী ম্যাচ আগামী ১৪ এপ্রিল। সেই ম‍্যাচ থেকেই লিটনকে পাওয়া যাবে।”

তবে দলে যোগ দিলেও পুরোটা পাওয়া যাবে না লিটন দাসকে। আগামী মাসের শুরুতেই একদিনের সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ। সেই সিরিজের দলে থাকবেন লিটনও। সেই পরিস্থিতিতে, কেকেআরের যা সূচি, তাতে মেরেকেটে ২৯ এপ্রিল পর্যন্ত লিটনকে পেতে পারে কলকাতা। অর্থাৎ কেকেআরের জার্সি পরে মাত্র ছ’টি ম্যাচে খেলার সুযোগ পাবেন লিটন। তবে লিটন দলে যোগ দিলেও প্রথম একাদশে থাকা নিয়ে প্রশ্ন উঠছে। কেকেআরের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ভালো ছন্দে থাকায় আদৌও লিটন প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে।

আরও পড়ুন:পন্থের জায়গায় আইপিএল-এ সুযোগ, নতুন অভিজ্ঞতা নিয়ে কী বললেন অভিষেক পোড়েল?