Saturday, January 31, 2026

প্রয়াত মাহিন্দ্রা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান কেশব মাহিন্দ্রা

Date:

Share post:

প্রয়াত মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের প্রাক্তন চেয়্যারম্যান কেশব মাহিন্দ্রা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর।বুধবার সকালে একটি টুইটে তাঁর মৃত্যুর খবর জানান, ‘ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রোমোশন অ্যান্ড অথোরাইজেশনে’র চেয়ারম্যান পবন গোয়েঙ্কা।

আরও পড়ুন:৫ বারের কাউন্সিলর, খড়গপুর পৌরসভার নতুন চেয়ারম্যানের সঙ্গে পরিচয় করুন

১৯৪৭ সালে বাবার সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রায় যোগ দেন কেশব। ১৯৬৩ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ছিলেন সংস্থার চেয়ারম্যান। তিনি অবসর নেওয়ার পর তাঁর ভাইপো আনন্দ মাহিন্দ্রা তাঁর স্থলাভিষিক্ত হন। তবে, ২০২৩ সালেও ফোর্বস প্রকাশিত ভারতীয় ধনকুবেরদের তালিকায় ছিলেন কেশব মাহিন্দ্রা।

কেশবের প্রয়াণের খবর জানিয়ে টুইটে শিল্পপতি পবন গোয়েঙ্কা লেখেন, ‘শিল্পজগত অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্বকে আজ হারাল। তাঁর সঙ্গে বৈঠক থাকলেই আমি মুখিয়ে থাকতাম। তিনি যেভাবে বাণিজ্য, অর্থনীতি ও সামাজিক বিষয়ে অবদান রেখেছিলেন তা আমাকে বরাবরই অনুপ্রাণিত করেছে।’

পেনসিলভ্যানিয়ার এক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকতায় ঊত্তীর্ণ হওয়ার পর বাবার সংস্থায় যোগ দেন কেশব। এরপর সেটিকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে সক্ষমও হন। জিপ গাড়ির অ্যাসেম্বলার থেকে ক্রমেই মাহিন্দা অ্যান্ড মাহিন্দ্রা পা বাড়ায় নানা ক্ষেত্রে। ট্র্যাক্টর ও ক্রীড়া সংক্রান্ত যান ছাড়াও সফটওয়্যার, রিয়েল এস্টেট প্রভৃতি বিভিন্ন দিকে সংস্থা নিজস্ব পরিচিতি তৈরি করতে সক্ষম হয়। বর্তমানে যার রমরমা বাজার। উল্লেখ্য, ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত সময়কালে তিনি প্রধানমন্ত্রীর বাণিজ্য ও শিল্প কাউন্সিলের সদস্য ছিলেন।

 

 

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...