আদানীরা দুর্নীতির প্রতীক: কোলারের সভা থেকেই তোপ রাহুলের

১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচন(Assembly Election)। তার আগে ঠিক যেখানে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী(Rahul Gandhi) সেই কোলার থেকেই শুরু করলেন প্রচার পর্ব। একই সুরে কংগ্রেস(Congress) নেতা রাহুলের মুখে শোনা গেল আদানীরা দুর্নীতির প্রতীক।

২০১৯ সালে এখানেই রাহুল বলেছিলেন, সব মোদিই চোর। এই মন্তব্যের জেরেই দু’বছরের কারাদণ্ড হয় রাহুলের। তাঁর সাংসদ পদও খারিজ হয়। বিজেপি (BJP) প্রচার করা শুরু করে, সব মোদিকে চোর বলে আসলে দলিতদের অপমান করেছেন কংগ্রেস নেতা। যার জবাব এদিন কোলারে দাঁড়িয়েই দিয়েছেন রাহুল। তিনি বলেছেন, “সরকার বারবার ওবিসিদের অপমানের কথা বলে। কিন্তু সরকার কেন জাতিগত সেনসাস করছে না? কেন বলছে না দেশে তফসিলি জাতি, উপজাতি, ওবিসির সংখ্যা কত, আর সরকারে তাঁদের প্রতিনিধিত্ব কত?”

কোলারের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে রাহুল বলেন, “বিজেপি এখানে ৪০ শতাংশ কমিশনের সরকার চালাচ্ছে। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ছুঁড়ে ফেলে দিতে হবে। দেশে বিরোধীদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমাকে সংসদেও বলতে দেওয়া হয়নি। সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে।” প্রাক্তন কংগ্রেস সভাপতির দাবি, কর্ণাটকে (Karnataka) কংগ্রেস ক্ষমতায় আসবেই। আর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সব প্রতিশ্রুতি পূরণ করবে।