Friday, August 22, 2025

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও অ্যাসেজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আর একমাসও বাকি নেই। আগামী ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে ওভালে খেলবে অস্ট্রেলিয়া। এবং এরপর অ্যাসেজ সিরিজ। এই দুয়ের জন্য বুধবার দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। সবচেয়ে উল্লেখযোগ্য হল এই দুই সিরিজেই অফ ফর্মে থাকা ডেডিড ওয়ার্নারকে দলে জায়গা দিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তারা। ওয়ার্নার দলে সুযোগ পেলেও তাঁর ওপর বেশি ভরসা করতে নারাজ কর্তারা। সেই কারণেই তাঁরা ওয়ার্নারের বিকল্প হিসেবে এই দুই টুর্নামেন্টের জন্য দলে জায়গা দিয়েছেন ম্যাথু রেনশ ও মার্কাস হ্যারিসকে।

ঘোষিত দল :  প্যাট কামিন্স, স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজালউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মার্ফি, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।

অনেক দিন ধরেই ওয়ার্নারের অফ ফর্মে থাকা নিয়ে চুলচেরা তদন্ত চলছে। তবে তারই মাঝে গত ডিসেম্বর মাসে বক্সিং ডে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। তার আগে অবশ্য অন্তত ১০টি ইনিংস ওয়ার্নার খেললেও, তাঁর ব্যাট থেকে আসেনি কোনও অর্ধ্বশতরান। এরপর পাঁচটি ম্যাচে ব্যাট হাতে নামলেও, ওয়ার্নার ১৫ রাণের গণ্ডিও পার করতে পারেননি।

প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়ার সিরিজ চলাকালীন কনুইয়ের চোটের কারণে মাঝপথেই দেশে ফিরে যান ওয়ার্নার। এরপর চোট সারিয়ে তিনি এখন আইপিএল খেলতে ব্যস্ত। তবে ক্রিকেটের এই মেগা ইভেন্টেও এখনও অচেনা ছন্দেই পাওয়া গিয়েছে এই অজি ব্যাটারকে। ফলে তাঁকে নিয়ে সর্বোত্রই সমালোচনার ঝড় উঠছে। ওয়ার্নার দলে জায়গা পেলেও বাদ পড়েছেন পিটার হান্ডসকম্ব, অ্যাশটন অ্যাগার ও মিচেল সোয়েপসন, ম্যাট কুনেমানরা। জায়গা ধরে রেখেছেন টড মার্ফি। এবং প্রায় চার বছর পর দলে ফিরলেন মিচেল মার্শও।

 

 

spot_img

Related articles

হাত-পা বাঁধা, মুখে সেলোটেপ উদ্ধার বৃদ্ধার দেহ, আতঙ্ক নিউ গড়িয়ায়

খাস কলকাতায় চমকে ওঠার মতো ঘটনা। শুক্রবার সকালে নিউ গড়িয়ার একটি অভিজাত আবাসন থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার...

ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ফাঁস হল বিজেপির ষড়যন্ত্র

বিজেপির এসআইআর ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল অবশেষে। ক্যাপ সমীক্ষা প্রকাশ হতেই ধরা পড়ে গেল বিজেপি। প্রত্যেক রাজ্যে ভোটের...

উৎকণ্ঠার অবসান, সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন: JEE-র ফল ঘোষণায় পোস্ট শিক্ষামন্ত্রীর

ওবিসি জটে আটকে গিয়েছিল ফল। প্রায় ৪ মাসের মাথায় জয়েন্ট এন্ট্রান্সের JEE রেজাল্ট প্রকাশিত হল। শীর্ষ আদালতের নির্দেশে...

JEE মেধাতালিকায় প্রথম ও দশম কী পড়বেন? জানালেন নিজেরাই

আইনি জটিলতা কাটিয়ে অবশেষে শুক্রবার দুপুরে প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের(JEE) ফল। গত ২৭ এপ্রিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স(JEE)...