Sunday, November 9, 2025

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও অ্যাসেজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের আর একমাসও বাকি নেই। আগামী ৭ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে ওভালে খেলবে অস্ট্রেলিয়া। এবং এরপর অ্যাসেজ সিরিজ। এই দুয়ের জন্য বুধবার দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। সবচেয়ে উল্লেখযোগ্য হল এই দুই সিরিজেই অফ ফর্মে থাকা ডেডিড ওয়ার্নারকে দলে জায়গা দিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্তারা। ওয়ার্নার দলে সুযোগ পেলেও তাঁর ওপর বেশি ভরসা করতে নারাজ কর্তারা। সেই কারণেই তাঁরা ওয়ার্নারের বিকল্প হিসেবে এই দুই টুর্নামেন্টের জন্য দলে জায়গা দিয়েছেন ম্যাথু রেনশ ও মার্কাস হ্যারিসকে।

ঘোষিত দল :  প্যাট কামিন্স, স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজালউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, টড মার্ফি, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার।

অনেক দিন ধরেই ওয়ার্নারের অফ ফর্মে থাকা নিয়ে চুলচেরা তদন্ত চলছে। তবে তারই মাঝে গত ডিসেম্বর মাসে বক্সিং ডে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। তার আগে অবশ্য অন্তত ১০টি ইনিংস ওয়ার্নার খেললেও, তাঁর ব্যাট থেকে আসেনি কোনও অর্ধ্বশতরান। এরপর পাঁচটি ম্যাচে ব্যাট হাতে নামলেও, ওয়ার্নার ১৫ রাণের গণ্ডিও পার করতে পারেননি।

প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়ার সিরিজ চলাকালীন কনুইয়ের চোটের কারণে মাঝপথেই দেশে ফিরে যান ওয়ার্নার। এরপর চোট সারিয়ে তিনি এখন আইপিএল খেলতে ব্যস্ত। তবে ক্রিকেটের এই মেগা ইভেন্টেও এখনও অচেনা ছন্দেই পাওয়া গিয়েছে এই অজি ব্যাটারকে। ফলে তাঁকে নিয়ে সর্বোত্রই সমালোচনার ঝড় উঠছে। ওয়ার্নার দলে জায়গা পেলেও বাদ পড়েছেন পিটার হান্ডসকম্ব, অ্যাশটন অ্যাগার ও মিচেল সোয়েপসন, ম্যাট কুনেমানরা। জায়গা ধরে রেখেছেন টড মার্ফি। এবং প্রায় চার বছর পর দলে ফিরলেন মিচেল মার্শও।

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...