Sunday, August 24, 2025

ত্রয়োদশ দাদা সাহেব ফালকে পুরস্কারে মনোনীত সৌম্য চট্টোপাধ্যায়ের ‘নন্দিনী’র গল্প!

Date:

Share post:

পুরাণের প্রাচীন প্রেমের কাহিনীকে যুগের আঙ্গিকে সাজানো খুব একটা সহজ কাজ নয়। কিন্তু এই কাজ করে দেখিয়েছেন পরিচালক সৌম্য চট্টোপাধ্যায় (Soumya Chatterjee) তাঁর ‘নন্দিনী- এ টেল অফ হোম কামিং’ (Nandini A Tale of Home Coming) ছবিতে। প্রযোজনা করেছেন রুমা ভট্টাচার্য (Ruma Bhattacharyya), সহ প্রযোজনায় জয়িতা মৌলিক (Jayita Maulik)।  শিবের ধ্যান ভঙ্গ করে পার্বতীর তাঁকে স্বামী রূপে বরণ এবং তাঁদের বিয়ে, মা বাবার দুশ্চিন্তা, তাঁদের সংসার, দীর্ঘ অপেক্ষা শেষে মেয়ের ঘরে আসা, আবার স্বামীর ঘরে ফেরা – এই এতকিছুকে ফ্রেম বন্দি করা কি সহজ ছিল? পরিচালকের ডেবিউ ফিল্ম এর আগে দেশের নানা প্রান্তের বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে (Festival)প্রদর্শিত হয়েছে, একাধিক বিভাগে পুরস্কৃত হয়েছে। এবার নয়া মাইলফলক হতে চলেছে ত্রয়োদশ দাদা সাহেব ফালকে পুরস্কারের (13th Dada Saheb Phalke Film Festival) মনোনয়ন প্রাপ্তি। আগামী ৩০ এপ্রিল ২০২৩ তারিখে দিল্লির এনসিআর (Delhi NCR)-এ এই অনুষ্ঠান হবে।

সত্যজিৎ রায়কে নিয়ে একটি শো-রিল করে বেশ পরিচিতি পেয়েছিলেন সৌম্য। ভাইরাল (Viral) হয়েছিল তাঁর ‘কোয়ারেন্টান উইথ রে’। এরপর ঋত্বিক ঘটক থেকে সৃজিত সবার ছবি নিয়েই ‘কোয়ারেন্টান উইথ’ সিরিজ করেন তিনি। স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় হয় সৌম্যর নানা মিম ভিডিও। কিন্তু ‘নন্দিনী- এ টেল অফ হোম কামিং’ (Nandini A Tale of Home Coming) ছবি যেন বাঙালি জীবনে আজও পুরাণের প্রাসঙ্গিকতাকে যুগের পটভূমিতে তুলে ধরেছে। নন্দিনী সম্পর্কে পরিচালক বলেছেন, “এই ছবির সব চরিত্রগুলির সবকটা শেড গ্রে। কোনও ব্ল্যাক বা হোয়াইট নেই।” বাস্তবে সবার মধ্যেই কিছু না কিছু ভাল বা খারাপও থাকে। কেউ পুরো ভাল বা পুরো খারাপ হয় না। এই বিষয়টাই এই ছবিতে দেখানোর চেষ্টা করেছেন তিনি। এই ছবিতে কোনও হিরো বা ভিলেন নেই। প্রত্যেকটি চরিত্রই খুব জীবন ঘেঁষা, বাস্তবসম্মত। বলা ভালো সিস্টেমই এখানে ভিলেন। এর আগে টেগর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২ এর বেস্ট ডেবিউ ফিল্মমেকার এবং বেস্ট শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড মিলেছে। সেরা লেখক, সেরা ভাবনা, সেরা বাংলা ছবির জন্য ইন্ডিয়ান সিনে ফিল্ম ফেস্ট ২০২২, বেস্ট অ্যাসপায়ারিং ডিরেক্টর, বেস্ট স্টোরি, বেস্ট প্রমিসিং ফিল্ম হিসেবে রয়্যাল পিকক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২, বেস্ট স্ক্রিন প্লে এবং বেস্ট প্রমিসিং শর্ট ফিল্মের জন্য গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২২ – এর সাফল্যের মুকুট উঠেছে এই সিনেমার মাথায় । এছাড়াও ‘নন্দিনী- এ টেল অফ হোম কামিং’ (Nandini A Tale of Home Coming) মনোনীত হয়েছে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড , গ্রেট ইন্ডিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ছাড়াও আরো বেশ কয়েকটি অ্যাওয়ার্ডের জন্য। ছবিটিতে অভিনয় করেছেন অলিভা ভট্টাচার্য, দেবাংশি পাল, দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, জয়িতা চৌধুরী, অচিন্ত্য দত্ত। ছবির সঙ্গীতের দায়িত্বে ছিলেন ভেদান্ত, তৃষিত, সুপ্রিয়। গান গেয়েছেন ভেদান্ত গৌতম, প্রিয়াঙ্কা বসু। আবহ সৃজিত রাহা। ছবিটির চিত্রনাট্য, পরিচালনা, গল্প-সহ বাকি কাজ সামলেছেন পরিচালক নিজেই। এবার রাজধানীতে দাদাসাহেব ফালকে পুরস্কারে মনোনয়ন পাওয়া নিঃসন্দেহে এক বড় সাফল্য মনে করছেন সকলেই।

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...