Wednesday, December 31, 2025

অয়ন মামলায় ইডির দ্রুত শুনানির আবেদন, প্রশ্ন তুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত অয়ন শীলের মামলার দ্রুত শুনানির জন্য ইডির আবেদন নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার শুনানির সময় তদন্তকারী সংস্থার আইনজীবীকে তিনি জানতে চান, ‘‘অয়ন শীল কে? কেন এখন তাঁর বিরুদ্ধে দ্রুত শুনানির প্রয়োজন?’’

নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের বিরুদ্ধে আরও অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার কলকাতা হাই কোর্টে ইডির আইনজীবী বলেন, অয়নকে গ্রেফতার করার পর তাঁর বাড়ি থেকে নিয়োগ দুর্নীতির প্রচুর তথ্য প্রকাশ্যে এসেছে। সেই সব তথ্য সিবিআইকেও দেওয়া হয়েছে। শুধু স্কুল দুর্নীতি নয়, পুরসভাতেও দুর্নীতি নিয়ে তথ্য উঠে এসেছে। তাই এই বিষয়ে দ্রুত শুনানি প্রয়োজন।

প্রসঙ্গত, অয়নের বাড়ি এবং অফিসে দীর্ঘ তল্লাশি চালিয়েছিলেন ইডির আধিকারিকরা। চাকরির পরীক্ষার প্রচুর ওএমআর শিট এবং তার প্রতিলিপি খুঁজে পান তাঁরা। এছাড়া পাওয়া গিয়েছিল পরীক্ষার অ্যাডমিট কার্ডও। এরপরেই অয়নকে গ্রেফতার করা হয়। ইডির অভিযোগ, অয়নের কাছে যেসব ওএমআর শিট পাওয়া গিয়েছে তা পুরসভায় নিয়োগের পরীক্ষার। ৩২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছিলেন তদন্তকারীরা। তার কিছু কাকলির এবং কিছু অয়নের বান্ধবী শ্বেতা চক্রবর্তীর।

এর পরেই ধৃত অয়নের ‘পরিচয়’ জানতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়। তখন ইডির আইনজীবী বলেন, ‘‘নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি এখন জেল হেফাজতে রয়েছেন। এই তদন্তে প্রতিটি দিন খুবই গুরুত্বপূর্ণ। তাই দ্রুত শুনানি করা হোক।’’ শুক্রবারই দুপুর তিনটে নাগাদ এই মামলার শুনানি হবে।

 

spot_img

Related articles

BSL নিয়ে অহেতুক কুৎসা, সৌরভের ভিত্তিহীন অভিযোগ নিয়ে কড়া জবাব শ্রাচির

ভারতীয় ফুটবলের সংকটের সময়ের আলোর দিশা দেখাচ্ছে বেঙ্গল সুপার লিগ (Bengal Super League)। সারা দেশে যেখানে ফুটবল স্তব্দ...

জনবিচ্ছিন্ন কর্মীরা: কলকাতার বৈঠকে বিধায়কদের মাঠে নামার নির্দেশে চাঙ্গা করার চেষ্টা শাহর

দেশের সাংস্কৃতিক রাজধানী কলকাতায় থাবা বসানো লক্ষ্য বিজেপির। বিধানসভা নির্বাচনের আগে তাই বিশেষভাবে কলকাতার নেতাদের সঙ্গে একের পর...

EVM-এ নয় ভোট চুরি হচ্ছে তালিকায়: তোপ অভিষেকের, জ্ঞানেশ কুমারকে বৈঠকের ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ

ইভিএমে নয়, চুরি হচ্ছে ভোটার তালিকায় এবং তা করা হচ্ছে কমিশনের অফিস থেকেই! সেটা ধরতে পেরেছে তৃণমূল। বুধবার,...

শান্তিনিকেতনের পৌষমেলায় রেকর্ড বই বিক্রি, নজর কাড়ল বিশ্বভারতী গ্রন্থন বিভাগ

মানুষ যতই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে স্মার্ট জীবনযাত্রায় বিশ্বাসী হোক না কেন বই পড়ার অনুভূতি কোনভাবেই মোবাইল কিংবা...