Monday, January 12, 2026

আর্থিক তছরুপের অভিযোগ! যৌথ মঞ্চ থেকে সমর্থন প্রত্যাহার ইউনিটি ফোরামের

Date:

Share post:

কেন্দ্রীয় হারে ডিএ’র(DA) দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের(Sangrami Joutha Mancha) আওতায় দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছে সরকারি কর্মীদের একাধিক সংগঠন। এবার সেই মঞ্চে এলো বড়সড় ধাক্কা। আর্থিক তছরুপের অভিযোগে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে যাবতীয় সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল ইউনিটি ফোরাম। সংগ্রামী যৌথ মঞ্চের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ তুলেছেন ইউনিটি ফোরামের(Unity Forum) আহ্বায়ক দেবপ্রসাদ হালদার।

গোটা ঘটনায় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন দেবপ্রসাদ হালদার। তিনি বলেন, “সেখানে এখন একনায়কতন্ত্র চলছে। সরকারি কর্মচারিরা টাকা দিয়েছে DA পাওয়ার জন্য। এর দু’টি পন্থা-রাস্তায় নেমে আন্দোলন এবং সুপ্রিম কোর্টে লড়াই করা। সুপ্রিম কোর্টে DA মামলার দিকে সকলেই তাকিয়ে রয়েছে। কারণ সেখানে কোনও সিদ্ধান্ত না হলে সরকার DA আন্দোলন নিয়ে কোনও উদ্যোগ করবে না। ৮০-৮৫ দিন ধরে যে আন্দোলন চলছে তা পণ্ডশ্রম।” শুধু তাই নয়, আর্থিক তছরুপের অভিযোগ তোলায় দেবপ্রসাদ বাবুকে, মারধোর ও খুনের হুমকি দেন ভাস্কর ঘোষ(কনভেনার) ও শৈবাল সরকার (ট্রেজারার)। এই ঘটনায় রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের ও ময়দান থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগ করে ফোরামের দেবপ্রসাদ হালদার বলেন, তছরুপের প্রতিবাদ করতেই আহ্বায়ক পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। ফোরাম আহ্বায়কের দাবি, ধীরে ধীরে যৌথ মঞ্চ থেকে আরও অনেক সংগঠন বেরিয়ে আসবে। আবার কারও দাবি, যৌথ মঞ্চ আসলে ‘বিজেপি ঘনিষ্ঠ’। সবমিলিয়ে এবার টালমাটাল পরিস্থিতি তৈরি হল যৌথমঞ্চে।

spot_img

Related articles

সম্প্রীতির চিরন্তন পথপ্রদর্শক; স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেনা গানেই বাবাকে শেষ ডাক আরিয়ার! বাগডোগরায় চোখের জলে বিদায় প্রশান্তকে

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে তখন ভারী হয়ে আছে বিষণ্ণতায়। চার বছরের একরত্তি শিশু আরিয়া জানে না কী...

মনোজ আগরওয়ালের ব্যক্তিগত নম্বর ভাইরাল! আইনি পথে হাঁটছেন ‘বিরক্ত’ CEO

অপরিকল্পিত SIR-এ কাজের চাপ বাংলায় একের পর এক BLO-র মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)...

ইডি তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, লাউডন স্ট্রিটে তদন্ত শুরু পুলিশের

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। রবিবার...