Tuesday, August 26, 2025

যত আমায় আক্রমণ করবে কংগ্রেস তত ক্ষয়িষ্ণু হবে: কর্নাটকে বললেন মোদি

Date:

Share post:

নির্বাচনী প্রচারে কর্নাটকে এসে কংগ্রেসকে(Congress) কড়া ভাষায় আক্রমণ শানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। শনিবার বিদার জেলার হুমনাবাদে বিজেপির(BJP) সভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি জানালেন, “কংগ্রেস ফের আমাকে গালিগালাজ দেওয়া শুরু করেছে। ভালোই তো। ওরা যত আমাকে গালিগালাজ করবে, তত কংগ্রেস ক্ষয়িষ্ণু হবে। ওরা গালিগালাজ করে যাক। আমি আমার মতো করে মানুষের উন্নয়নের কাজ করে যাই।” এরপর এখনও পর্যন্ত কতবার কংগ্রেস তাঁকে আক্রমণ শানিয়েছে তাঁর সংখ্যা তুলে ধরে মোদি জানান, এখনও পর্যন্ত ৯১ বার কংগ্রেস আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে।

এছাড়াও ওই সভা থেকে ডবল ইঞ্জিনের প্রশংসা করতে দেখা যায় মোদিকে। তিনি বলেন, ডবল ইঞ্জিন সরকার হলে কর্নাটকের উন্নতি কেউ ঠেকাতে পারবে না। মোদির কথায়, “এই নির্বাচন শুধু বোতাম টিপে বিধায়ক নির্বাচনের জন্য নয়। এই নির্বাচন কর্নাটককে দেশের এক নম্বর রাজ্য বানানোর। কর্নাটকে ডবল ইঞ্জিনের ডবল পাওয়ার থাকলে কর্নাটককে দেশের দেশের সেরা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।” পাশাপাশি কংগ্রেসকে তোপ দেগে তিনি বলেন, “কংগ্রেস গরিবের কথা ভাবে না। এবং তাঁকে ব্যক্তিগত আক্রমণ করে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কর্নাটকে প্রচারে গিয়ে মোদিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবার কর্নাটকে মোট তিনটি সভা করেন মোদি পাশাপাশি করেন একটি রোড শো। প্রধানমন্ত্রীর পাশাপাশি এদিন কর্নাটকে প্রচার সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা।

spot_img

Related articles

নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের...

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...