Wednesday, November 12, 2025

দিনেদুপুরে বজবজের রাস্তায় শু.টআউট! আদালত থেকে ফেরার পথে গু.লিবিদ্ধ সাক্ষী

Date:

Share post:

দিনেদুপুরে শুটআউটকে (Shootout) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বজবজে (Budge Budge)। পুলিশ সূত্রে খবর, বুধবার আলিপুর আদালত (Alipore Court) থেকে সাক্ষ্য (Witness) দিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হন এক যুবক। জানা গিয়েছে, একেবারে ফিল্মি কায়দায় বাইক থেকে চালানো হয় গুলি। গোটা ঘটনাটি স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এদিকে যুবককে গুলিবিদ্ধ অবস্থায় এসএসকেএম হাসপাতালে (SSKM) ভর্তি করা হয়েছে। অন্যদিকে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম শেখ আলতাবউদ্দিন। বুধবার দুপুরে পুরনো একটি মামলায় সাক্ষী দিতেই আলিপুর আদালতে যান তিনি। সেখান থেকে সাক্ষী দিয়ে ট্রেনে করে ফেরেন বজবজে। তারপর বাইকে চেপে বাড়ি ফেরার পথেই গুলিবিদ্ধ হন শেখ আলতাবউদ্দিন। জানা গিয়েছে, তিনি বজবজের বিড়লাপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর দু’টো নাগাদ বজবজ থানার কয়লা সড়ক মোড়ে একটি বাইকে চড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী আসে। এরপরই আচমকা আলতাবউদ্দিনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এদিকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে এদিন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার অর্ক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। তবে ঠিক কী কারণে এবং কারা ওই যুবকের উপর হামলা চালাল তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

 

spot_img

Related articles

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...