Wednesday, November 12, 2025

দিনেদুপুরে বজবজের রাস্তায় শু.টআউট! আদালত থেকে ফেরার পথে গু.লিবিদ্ধ সাক্ষী

Date:

Share post:

দিনেদুপুরে শুটআউটকে (Shootout) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বজবজে (Budge Budge)। পুলিশ সূত্রে খবর, বুধবার আলিপুর আদালত (Alipore Court) থেকে সাক্ষ্য (Witness) দিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হন এক যুবক। জানা গিয়েছে, একেবারে ফিল্মি কায়দায় বাইক থেকে চালানো হয় গুলি। গোটা ঘটনাটি স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। এদিকে যুবককে গুলিবিদ্ধ অবস্থায় এসএসকেএম হাসপাতালে (SSKM) ভর্তি করা হয়েছে। অন্যদিকে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম শেখ আলতাবউদ্দিন। বুধবার দুপুরে পুরনো একটি মামলায় সাক্ষী দিতেই আলিপুর আদালতে যান তিনি। সেখান থেকে সাক্ষী দিয়ে ট্রেনে করে ফেরেন বজবজে। তারপর বাইকে চেপে বাড়ি ফেরার পথেই গুলিবিদ্ধ হন শেখ আলতাবউদ্দিন। জানা গিয়েছে, তিনি বজবজের বিড়লাপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর দু’টো নাগাদ বজবজ থানার কয়লা সড়ক মোড়ে একটি বাইকে চড়ে বেশ কয়েকজন দুষ্কৃতী আসে। এরপরই আচমকা আলতাবউদ্দিনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এদিকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিশ। গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে এদিন দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার অর্ক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। তবে ঠিক কী কারণে এবং কারা ওই যুবকের উপর হামলা চালাল তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

 

spot_img

Related articles

গুজবের মুখে ছাই, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাতসকালেই বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র 

২৪ ঘণ্টা আগে এতক্ষণে ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর খবর। কিন্তু বলিউডের 'হি ম্যান' রোগ, শারীরিক অসুস্থতার ভিলেনকে পরাজিত...

চিকিৎসায় মিলেছে সাড়া, প্রেম চোপড়ার শারীরিক অবস্থার উন্নতি 

ভারতীয় বিনোদন জগতের হি-ম্যান ধর্মেন্দ্রকে নিয়ে উদ্বেগের মধ্যেই বলিউডের আরেক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়ার (Prem Chopra) শারীরিক অসুস্থতার...

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...