Friday, December 19, 2025

বাড়িতে ম্যারাথন তল্লাশির পর কৃষ্ণ কল্যাণীকে নিয়েই গাড়ির শো-রুমে আয়কর হানা

Date:

Share post:

আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, হিসাব বহির্ভূত সম্পত্তি ও আয়কর রির্টানে তথ্য গোপনের অভিযোগ তুলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে আয়কর হানা। বাড়ির পাশাপাশি বিধায়কের অফিস ও গ্রামের আদি বাড়িতেও আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়ে তল্লাশি চালান। হানা দেওয়া হয় বিধায়কের ফ্যাক্টরিতে। রাতভর ম্যারাথন তল্লাশির পর আজ, বৃহস্পতিবার ভোরে কৃষ্ণ কল্যাণীকে বাড়ি থেকে তাঁর বাইকের শো-রুমে নিয়ে যায় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন:মর্মা.ন্তিক মৃ*ত্যু নিউটাউনের ভবঘুরে মহিলার!

এদিন ভোর চারটের কিছু পরে বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে আসেন আয়কর দফতরের আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন বিধায়কও। রায়গঞ্জের বিধায়ককে সঙ্গে নিয়ে আয়কর আধিকারিকরা যান তাঁর সুদর্শনপুরে রয়্যাাল এনফিল্ডের শো-রুমে। সেখানেও কৃষ্ণ কল্যাণীর একটি অফিস রয়েছে। সেই অফিসেও কাল থেকে চলছে তল্লাশি। অনুমান, সেখানে কোনও আলমারি বা কোনও সিন্দুক খুলতে খোদ বিধায়ককে প্রয়োজন।

এদিকে বাড়ি থেকে বেরিয়ে অফিসের দিকে যাওয়ার আগে কৃষ্ণ কল্যাণী বলেন, “ওঁদের সঙ্গে পুরো সহযোগিতা করছি। ওঁরা ভাল ব্যবহার করেছে। আমি সন্তুষ্ট”। বিধায়ক আরও জানান, তদন্তকারীরা তাঁকে অফিসে নিয়ে যাচ্ছেন না। বরং তিনি নিজেই আধিকারিকদের সুদর্শনপুরের অফিসে নিয়ে যাচ্ছেন। এরপরই তাঁর ঘোষণা, “রায়গঞ্জের বিধায়ক কোনও দুর্নীতি করে না। মানুষের জন্য কাজ করে। কাল এটা প্রমাণ হয়ে যাবে।”



উল্লেখ্য, বুধবার সকাল আটটা থেকে রায়গঞ্জের বিধায়ক তথা পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী আয়কর দফতরের নজরদারিতে রয়েছেন। কৃষ্ণ কল্যাণী অবশ্য আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, “আমি তদন্তকারী সংস্থাকে পূর্ণ সহযোগিতা করছি। সত্যের জয় আমারই হবে। এখনও তল্লাশি চলছে।”

 

 

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...