Sunday, November 9, 2025

আসানসোল জেলে স্থানান্তরের আবেদন খারিজ, তিহারেই থাকতে হবে অনুব্রতকে

Date:

Share post:

কপালটাই খারাপ অনুব্রতর। আপাতত দিল্লির তিহার জেলেই থাকতে হচ্ছে অনুব্রত মন্ডলকে। আসানসোল জেলে স্থানান্তরের যে আবেদন জানিয়েছিলেন তিনি, তা খারিজ হয়ে গেল আদালতে।  অনুব্রতর আবেদন খারিজ করল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট।বৃহস্পতিবার আদালত জানিয়েছে, অনুব্রতর আবেদন ভিত্তিহীন। অনুব্রতর স্থানান্তরণ আবেদনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও।তারা অনুব্রতর উদ্দেশে বলে, আপাতত আসানসোলে ফেরার কথা ভুলে যান। আগামী তিন-চার বছর তিহার জেলকেই বাড়ি ঘর বলে ভাবতে শুরু করুন।

একদিকে আসানসোলের সংশোধনাগারে ফেরার কোনও সম্ভাবনা নেই সেটা বুঝে গিয়েছেন, এর পাশাপাশি কন্যা সুকন্যাও গ্রেফতার হয়ে তিহার জেলে। এই দুইয়ে মিলে এদিন রীতিমতো মুষড়ে পড়েন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা।

তিহার থেকে আসানসোল জেলে ফিরতে অনুব্রতর দাবি ছিল, গরুপাচার মামলায় মিথ্যা মামলা করা হয়েছে। তাঁর শরীর ভাল যাচ্ছে না, তাঁকে জামিন দিলে ভাল হয় বলেও জানান।আদালতে কাতর আবেদন করে অনুব্রত বলেন, “আসানসোলে ফিরিয়ে দিন আমাকে।”

গত ২৭ এপ্রিল বিচারক জানিয়েছিলেন, অনুব্রতর কথা শুনেছেন তিনি। কিন্তু মুখের কথা অর্থহীন। কারণ আদালতের কাছে শুধুমাত্র কাগজেরই মূল্য রয়েছে। অনুব্রতর বিষয়টি আদালত দেখছে বলেও জানানো হয়।  তবে বৃহস্পতিবার শুনানি শুরু হলে, অনুব্রতর আবেদন খারিজ হয়ে যায় আদালতে। অনুব্রতকে আদালতে ফেরানোর তীব্র বিরোধিতা করে ইডি।

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে গরু পাচার মামলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। গ্রেফতারের পরই আধিকারিকরা পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ পান। বিপুল সম্পত্তির উৎসের খোঁজে তল্লাশি শুরু করে ইডি।অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হয়। আসানসোল বিশেষ সংশোধনাগারের পর এই মুহুর্তে অনুব্রতর ঠিকানা তিহাডর জেল। মাসখানেক ধরে সেখানেই রয়েছেন তিনি।

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...