Wednesday, August 20, 2025

মুখ পু.ড়ল শুভেন্দুর, কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ম্যারাথন তল্লাশি শেষে খালিহাতে ফিরলেন আয়কর কর্তারা!

Date:

Share post:

ফের মুখ পুড়ল রাজ্যের বিরোধী দলনেতা তথা দলবদলু বিজেপি নেতা (BJP Leader) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। প্রহর গুনছিলেন, ভেবেছিলেন বিপাকে পড়বে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী (Krishna Kalyani)। কিন্তু সে গুড়ে বালি! ব্যর্থ হয় শুভেন্দুর প্রতিহিংসার রাজনীতি। গতকাল, বুধবার সকাল ৮টা থেকে একটানা ৩০ ঘণ্টার ম্যারাথন জেরা ও তল্লাশির পর কৃষ্ণ কল্যাণীর বাড়ি ও অফিস ছেড়ে কার্যত খালিহাতে বেরিয়ে গেলেন আয়কর দফতরের কর্তারা (Income Tax Officials)। এরপরই বিধায়ককে নিয়ে তাঁর অনুগামী ও সমর্থকরা উত্তর দিনাজপুরে ”বিজয় মিছিল” বের করেন। তল্লাশির শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন রায়গঞ্জের বিধায়ক। দাবি করেছিলেন, “রায়গঞ্জের বিধায়ক কোনও দুর্নীতি করে না। মানুষের জন্য কাজ করে। কাল এটা প্রমাণ হয়ে যাবে। সত্যের জয় হবেই”!

প্রসঙ্গত, কৃষ্ণ কল্যাণীকে বিধানসভায় প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই বিধায়কের বাড়িতেই হানা দিয়েছিলেন আয়কর আধিকারিকরা। বুধবার সকালে রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দেয় ইডি এবং আয়কর দফতর। সূত্রের খবর, আয় বহির্ভূত সম্পত্তি এবং ব্যবসায়িক লেনদেনের তথ্য তল্লাশি করতেই হানা দিয়েছে ইডি। পরে জানা যায়, অভিযানে শামিল আয়কর আধিকারিকরাও। এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলে তৃণমূল।

শুধু কৃষ্ণ কল্যাণীর বাড়ি ও অফিস নয়, তাঁর গ্রামের বাড়ি ও গাড়ির শো-রুমেও তল্লাশি চালানো হয়। এমনকি, বিধায়কের হিসাবরক্ষক, ম্যানেজার, ব্যবসার অংশীদারদের বাড়িতেও তল্লাশি শুরু করে আয়কর দফতরের আধিকারিকরা। রাতভর চলে সেই তল্লাশি ও জিজ্ঞাসাবাদ।

গত বছর মার্চ মাসে বিধানসভায় দাঁড়িয়ে প্রকাশ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কৃষ্ণ কল্যাণীকে হুমকি দেন। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সমালোচনা করেছিলেন শুভেন্দু। উঠে দাঁড়িয়ে পাল্টা প্রতিবাদ করেন কৃষ্ণ। শুভেন্দু কৃষ্ণের দিকে এগিয়ে গিয়ে কিছু বলেছিলেন। দু’জনের মধ্যে বচসা হয়। পরে বিধানসভায় সাংবাদিক সম্মেলনে কৃষ্ণ অভিযোগ করেন, শুভেন্দু যাওয়ার সময় তাঁকে হুমকি দেন, তাঁর বাড়িতে আয়কর হানা দেবে। এই বিষয়টি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নজরেও তখন এনেছিলেন রায়গঞ্জের বিধায়ক। বছর ঘুরতেই হুমকি সত্যি করে বিধায়কের বাড়ি ও অফিসে হানা দেন আয়কর আধিকারিকরা। কিন্তু নিট ফল জিরো। খালি হাতেই ফিরতে হল তদন্তকারীদের। মুখ পুড়ল শুভেন্দুর!

 

 

 

spot_img

Related articles

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...