Saturday, November 8, 2025

আগামী এক মাস শনি-রবিতে বন্ধ মেট্রো? মাথায় হাত নিত্য যাত্রীদের

Date:

Share post:

রেল নিয়ে দু.র্ভোগের শেষ নেই। প্রতি সপ্তাহেই কোনও না কোনও কাজের জন্য ব্যাহত হয় রেল পরিষেবা (Railway Service)। এবার কি সেই তালিকায় যুক্ত হচ্ছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) নাম? বৃহস্পতিবার মেট্রো কর্তৃপক্ষের ঘোষণায় সেরকমই আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা। বেশ কয়েক দিন ধরেই মেট্রো দেরিতে চলছে বলে অভিযোগ করছিলেন যাত্রীদের একাংশ। শুধু তাই নয়, সময়ে মেট্রো না চললেও প্ল্যাটফর্মের ‘ডিসপ্লে বোর্ডে’ নিজে থেকেই পরের মেট্রোর সময় দেখানো হচ্ছে বলেও যাত্রীদের অভিযোগ। এর মধ্যে কলকাতা মেট্রোর তরফে জানানো হল যে আগামী এক মাসেরও বেশি সময় ধরে শনি ও রবিবার তিন ঘন্টার বেশি সময় ধরে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা (Metro Sevice Interrupted)।

শহর কলকাতার লাইফ লাইন মেট্রো। প্রতিদিন অসংখ্য যাত্রী ট্রাফিকের ভিড় এড়িয়ে মেট্রো রেলের মাধ্যমে নিজেদের গন্তব্যে পৌঁছে যান। কিন্তু এবার প্রশ্নচিহ্নের মুখে সেই মেট্রো পরিষেবা। আগামী শনিবার থেকে ১১ জুন, রবিবার পর্যন্ত দিনের একটা নির্দিষ্ট সময়ে মহানায়ক উত্তম কুমার (Tollygunge) থেকে কবি সুভাষ (New Garia) পর্যন্ত মেট্রো চলবে না বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল। সকালের দিকে ৩ ঘণ্টা ১০ মিনিট কোনও মেট্রো চলবে না। মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। এই বিষয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘শুধুমাত্র শনি এবং রবিবার মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। সপ্তাহের বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মেই মেট্রো চলবে।’’

মেট্রো রেল সূত্রে খবর আগামী ৬ মে, শনিবার থেকে মেট্রো লাইনে রক্ষণাবেক্ষণের কাজ এবং ‘মেগা পাওয়ার ব্লক’ (Mega Power Block) চলবে। আগামী ৬, ১৩, ২০, ২৭ মে এবং ৩ জুন— এই ৫টি শনিবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না। ওই সময়ে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত স্বাভাবিক মেট্রো চলবে। সকাল ১০টার পর থেকে আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সম্পূর্ন রুটে মেট্রো পরিষেবা মিলবে। রবিবার গুলোর ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে। তবে আগামী ৭ , ১৪ , ২১ মে এবং ৪ জুন— এই ৪টি রবিবার সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না। আগামী ২৮ মে এবং ১১ জুন সকাল ৯টার বদলে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হবে সকাল ১০টা থেকে।


 

spot_img

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...