Monday, August 25, 2025

নীতীশের ধাক্কা! বিহারে জাতিগত জনগণনায় স্থগিতাদেশ আদালতের

Date:

Share post:

বিহারে(Bihar) জাতিগত জনগণনা শুরু করতে সক্রিয় হয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar)। তবে নীতীশের স্বপ্নের কর্মসূচিতে জল ঢেলে দিল আদালত। বৃহস্পতিবার এই কর্মসূচিতে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে পাটনা হাইকোর্ট(Patna High Court)। আগামী ৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি, ততদিন পর্যন্ত এই কর্মসূচি স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

কেন্দ্রের সঙ্গে মতবিরোধের জেরে নিজ রাজ্যে আলাদাভাবে জাতিগত জনগণনার প্রক্রিয়া শুরু করেছিলেন নীতীশ কুমার। গত জানুয়ারি মাসে প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়েছে। এই জনগণনার দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে ১৫ এপ্রিল। শেষ হওয়ার কথা ১৫ মে। তবে তার আগেই এই প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে আদালতে যায় এক স্বেচ্ছাসেবী সংগঠন। সেই মামলার ভিত্তিতে এদিন জাতিগত জনগণনার উপর স্থগিদেশ দেয় আদালত। এদিকে গোটা প্রক্রিয়ায় স্থগিতাদেশ আসায় রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এর জন্য বিরোধীদের কাঠগড়ায় তুলে তিনি বলেন, “বুঝতেই পারছি না, সমস্যাটা কোথায়। শেষবার জাতপাতের ভিত্তিতে জনগণনা হয়েছিল ১৯৩১ সালে। বর্তমানে একটা আন্দাজ থাকা প্রয়োজন, কারণ এই সেনসাসে প্রতি ১০ বছর অন্তর অন্তর সংখ্যালঘু, তফসিলি জাতি, উপজাতিদের সংখ্যা জানা প্রয়োজন।”

উল্লেখ্য, ২০১১ সালের পর ২০২১ সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনার জেরে তা সম্ভব হয়নি। এবারের জনগণনার ক্ষেত্রে তফশিলি জাতি (SC) এবং তফশিলি উপজাতি (ST) বাদে অন্য কোনও ক্ষেত্রে জাতপাতের উল্লেখ না রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। এমনকী OBC-দের ক্ষেত্রেও আলাদা আলাদা জাতির উল্লেখ রাখা হবে না। শুধু ওবিসি বলেই উল্লেখ করা হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবং কেন্দ্রের বিরোধিতা করে নিজ রাজ্যে আলাদা করে জাতিগত জনগণনা শুরু করেন তিনি। সেই প্রক্রিয়া এবার আটকে দিল আদালত।

spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...