Monday, January 12, 2026

অভিষেকের দেখানো পথে সিপিএমের ১কোটি সই এবং বিজেপির ১হাজার সভার কর্মসূচি

Date:

Share post:

এ বার রীতিমতো চর্চায় এসে গেল এক কোটি সই! অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম ঘোষণা করেছেন, রাজ্যের এক কোটি সই নিয়ে কেন্দ্রকে চিঠি পাঠাবে শাসক তৃণমূল কংগ্রেস। মুখে যাই বলুক না কেন, তার দেখানো পথে এ বার বিরোধী দল সিপিএম এক কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহে চলতি মাসেই অভিযানে নামছে। শুধুমাত্র তাই নয়, অভিষেকের মতো সিপিএমের কোটি স্বাক্ষরের গন্তব্যও দিল্লি! তৃণমূল এক কোটি চিঠি পাঠাবে কেন্দ্রীয় সরকারের কাছে। আর সিপিএম এক কোটি সই পাঠাবে দেশের প্রধান বিচারপতির কাছে।

তৃণমূলের এক কোটি মানুষের সই সম্বলিত চিঠি পাঠানোর কর্মসূচির নেপথ্যে রয়েছে কেন্দ্রের ‘বঞ্চনা’র প্রতিবাদ এবং রাজ্যের পাওনা আদায়ের দাবি।
সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকের পরে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, দুর্নীতির তদন্তের গতি যাতে ধীরে না হয়, সেই জন্য গণ-পিটিশনে আর্জি জানানো হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে।
সিপিএমের রাজ্য সম্পাদকের ঘোষণা, মে মাস জুড়ে রাজ্যের মানুষের কাছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে অন্তত এক কোটি সই সংগ্রহ করা হবে। সংখ্যাটা আরও বেশিই হবে। শুধু বামপন্থীদের কাছে নয়, যাঁরাই দুর্নীতির বিরুদ্ধে, সেই সব মানুষের কাছে আমরা যাব।
সিপিএমের মতো কর্মসূচি নিয়েছে বিজেপিও। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসংযোগ কর্মসূচিকে যে রীতিমতো ভয় পাচ্ছে বিজেপি তা তাদের ঘোষণাতে স্পষ্ট। ১০০ গেরুয়া নেতা রাজ্যজুড়ে এক হাজার সভা করবেন। তালিকায় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্যরা।পঞ্চায়েত নির্বাচনকে কীভাবে ভোটের প্রস্তুতি নিতে হবে, সে ব্যাপারে প্রথম সারির নেতারা রাজনীতির পাঠ দেবেন সম্মেলন থেকে।
জানা গিয়েছে, পদ্ম শিবিরের টার্গেট ১ হাজার পঞ্চায়েত। সেই লক্ষ্যেই রাজ্যের ১০০ জন নেতার তালিকা তৈরি করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ১০০ জন নেতা মোট এক হাজার সভা করবেন।

 

spot_img

Related articles

স্বামীজির সর্বজনীন সম্প্রীতির বার্তা চিরন্তন পথপ্রদর্শক: শ্রদ্ধায়-স্মরণে বার্তা অভিষেকের

স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকীতে সোমবার এদিন বেলা তিনটের সময় স্বামীজির কলকাতার শিমলা স্ট্রিটের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানাবেন তৃণমূলের...

সুপ্রিম কোর্টে জোড়া পিটিশন ইডি-র: সোমেই শুনানির আবেদন

রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিলের পরে শীর্ষ আদালতে দ্রুত তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। সেখানে...

আম্বেদকর মূর্তির রেলিংয়ে ধাক্কা লরির! ভোরের কলকাতায় এড়ানো গেল বড় দুর্ঘটনা

বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল সোমবার ভোরে রেড রোডে। নিরাপত্তায় মোড়া রেড রোডে সোমবার ভোরে একটি লরি সোজা এসে...

শীতলতম কল্যাণী: চলতি সপ্তাহে কলকাতায় পারদ ছোঁবে ১২ ডিগ্রি

শুধু শীতের আমেজ নয়, গোটা বাংলা এ বছরের শীতে হাড় কাঁপানো ঠাণ্ডাতেই অভ্যস্ত হয়ে উঠেছে। সেই অভ্যাসে নতুন...