Sunday, August 24, 2025

কসবার নার্সিংহোমে লিফট ছিঁড়ে বি.পত্তি, গু.রুতর আ.হত চিকিৎসক দম্পতি

Date:

Share post:

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই বড়সড় দুর্ঘটনা। কসবার (Kasba) রাজডাঙার (Rajdanga) আম্রপালি নার্সিংহোমে (Amrapali Nursing Home) আচমকাই ছিঁড়ল লিফট (Lift)। দুর্ঘটনার জেরে চিকিৎসক দম্পতি (Doctor Couple) অনির্বাণ মিত্র ও তাঁর স্ত্রী গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের ইতিমধ্যে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, সোমবার দুপুরে নার্সিংহোমে কর্মব্যস্ততার মাঝেই কসবার রাজডাঙার জেরিয়াট্রিক নার্সিংহোমে (Geriatric Nursing Home) আচমকাই লিফট ছিঁড়ে যায়। আর আচমকা লিফট ছিঁড়ে পড়ায় নার্সিং হোম চত্বরে কার্যত দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন নার্সিংহোমের চিকিৎসক, কর্মী সহ রোগীরাও। এদিকে বিষয়টি জানাজানি হতেই নার্সিংহোমে পৌঁছয় পুলিশ ও দমকলবাহিনী। পরে স্থানীয়দের তৎপরতায় লিফটে আটকে থাকা চিকিৎসক দম্পতিকে নিরাপদে বাইরে বের করে আনা হয়। তবে অত ওপর থেকে নীচে পড়ায় মাথায় আঘাত পান চিকিৎসক দম্পত্তি। কসবার এই নার্সিংহোমটি তাঁরাই চালাতেন বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুর একটা নাগাদ কসবা রাজডাঙায় ওই নার্সিংহোমের আশপাশের লোকজন হঠাৎই একটি বিকট শব্দ পান। তারপর তাঁরা গিয়ে দেখেন লিফট ছিঁড়ে পড়েছে। জানা গিয়েছে, চারতলা থেকে লিফট ছিঁড়ে পড়ে। তবে কীভাবে এমন ঘটনা ঘটল তা তদন্ত নিয়ে শুরু হয়েছে তদন্ত। পাশাপাশি লিফটের অবস্থা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আচমকা লিফট ছিঁড়ে পড়ার ঘটনায় ইতিমধ্যে নার্সিং হোম কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার পিছনে যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কোনও সমস্যা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

 

 

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...