বড় পদের লোভেই ‘সহিষ্ণুতা’র মুখোশ মুসলিমদের: বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

“দেশে কতজন সহিষ্ণু মুসলিম রয়েছেন তা হাতে গুনে বলে দেওয়া যায়। তবে এই সহিষ্ণুতা আসলে মুখোশ বড় পদ পাওয়ার লোভে।” দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষদের উদ্দেশ্য এমন মন্তব্য করে এবার বিতর্কের শিরোনামে উঠে এলেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের প্রতিমন্ত্রী(Central Minister) সত্যপাল সিং বাঘেল(Satya Pal Singh Baghel)। শুধু তাই নয় তাঁর আরও দাবি এই সম্প্রদায়ের তথাকথিত বুদ্ধিজীবিদের আসল চেহারা তখন প্রকাশ্যে আসে যখন ওদের কার্যকালের মেয়াদ শেষ হয়।

গত সোমবার আরএসএস-এর(RSS) মিডিয়া শাখার তরফে সাংবাদিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় আইন মন্ত্রকের প্রতিমন্ত্রী সত্যপাল সিং বাঘেল। এখানেই বক্তব্য রাখতে গিয়ে দেশের মুসলিম সম্প্রদায়ের প্রতি তীব্র বিদ্বেষ পোষণ করেন বাঘেল। রীতিমতো কটাক্ষ করে মুসলিম সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, “দেশে কতজন সহিষ্ণু মুসলিম রয়েছে তা হাতে গুণে বলে দেওয়া যায়। আমার মনে হয় এদের সংখ্যা ১ হাজারও নয়। এদের রণকৌশল হল মুখোশ পরে থাকা। যাতে উপরাষ্ট্রপতি, রাজ্যপালের মত বড় কোনও পদ পাওয়া যায়।” এরসঙ্গে তিনি আরও যোগ করে বলেন, “এদের আসল চেহারা প্রকাশ্যে আসে কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর এদের বিবৃতিতে। অবসরের পর এসের বয়ানই এদের আসল চেহারা প্রকাশ্যে এনে দেয়।”

Previous articleমণিপুর না গিয়ে বাংলায়! শাহর বঙ্গ সফরকে তী.ব্র আক্র.মণ ফিরহাদের
Next articleগ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান, পাক রেঞ্জার্স-পিটিআই সং.ঘর্ষে রণ.ক্ষেত্র আদালত চত্বর