কলকাতার বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়েন চ‍্যাহাল

এতদিন আইপিএল-এ সব থেকে বেশি উইকেটের মালিক ছিলেন ব্র্যাভো। আইপিএল কেরিয়ারে ১৮৩টি উইকেট নিয়েছেন তিনি।

গতকাল ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে ৯ উইকেটে হারায় রাজস্থান রয়‍্যালস। এই ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল। ৯৮ রানে অপরাজিত তিনি। বল হাতেও কামাল দেখান যুজবেন্দ্র চ‍্যাহাল। চার ওভার বল করে ২৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আর উইকেট নিতেই অনন্য নজির গড়েন চ‍্যাহাল। আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি উইকেট নেওয়ার নজির গড়েলেন তিনি। টপকে গেলেন ব্র‍্যাভোকে।

এতদিন আইপিএল-এ সব থেকে বেশি উইকেটের মালিক ছিলেন ব্র্যাভো। আইপিএল কেরিয়ারে ১৮৩টি উইকেট নিয়েছেন তিনি। ওপরদিকে এখনও পযর্ন্ত আইপিএল-এ চ‍্যাহালের উইকেট সংখ্যা দাঁড়ায়ে ১৮৭টি। এদিকে এই নিয়ে মোট ৫ বার আইপিএলে ২০টি বা তারও বেশি উইকেট নিলেন চ‍্যাহাল। এর আগে এই রেকর্ড ছিল মালিঙ্গার নামে। তিনি মোট ৪টি আইপিএল মরশুমে ২০টি বা তারও বেশি উইকেট নেন।

আরও পড়ুন:প্রকাশিত হল এএফসি এশিয়ান কাপের সময়সূচী, প্রথম ম‍‍্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া  

 

Previous articleফের রাজ্যের সেরা জেলা হাসপাতালের তকমা পেল এমআর বাঙ্গুর হাসপাতাল
Next articleহাইকোর্টে ৩৬ হাজার চাকরি বাতিল: উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত পর্ষদ সভাপতির