প্রকাশিত হল এএফসি এশিয়ান কাপের সময়সূচী, প্রথম ম‍‍্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া  

১২ই জানুয়ারি ২০২৪, আয়োজক দেশ কাতারের সঙ্গে লেবাননের ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৩ এএফসি এশিয়ান কাপ।

বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছে ২০২৩ এএফসি এশিয়ান কাপের গ্রুপ বিন‍্যাস। কঠিন গ্রুপে রয়েছে ভারতীয় ফুটবল দল। গ্রুপ ‘বি’ বিভাগে রয়েছে সুনীল ছেত্রীর দল। এই গ্রুপে ভারত ছাড়াও রয়েছে সিরিয়া, উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়া। আর এবার প্রকাশিত হল এএফসি এশিয়ান কাপের সময়সূচী।

১২ই জানুয়ারি ২০২৪, আয়োজক দেশ কাতারের সঙ্গে লেবাননের ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৩ এএফসি এশিয়ান কাপ। ১৩ জানুয়ারি গ্রুপ পর্যায় প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। প্রথম ম‍্যাচে ভারতের মুখোমুখি শক্তিশালী অস্ট্রেলিয়া। ভারতীয় সময় বিকেল ৫ টায় আহমাদ বিন আলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত।

এরপর সুনীলদের দ্বিতীয় ম‍্যাচ ১৮ই জানুয়ারি। প্রতিপক্ষ উজবেকিস্তান। সেই ম‍্যাচ হবে সন্ধ্যা ৮টায়। এই ম্যাচটিও হবে আহমাদ বিন আলি স্টেডিয়ামে। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচটি ভারত খেলবে আল বাইত স্টেডিয়ামে সিরিয়ার বিরুদ্ধে। ম্যাচটি হবে ২৩ জানুয়ারি ভারতীয় সময় বিকেল ৫টায়। এশিয়ান কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি শেষ হবে ২৫ জানুয়ারি এবং টুর্নামেন্টের ফাইনাল হবে ১০ই ফেব্রুয়ারি।

আরও পড়ুন:যশস্বীর ইনিংসে মজে বোর্ড সচিব, দিলেন বিশেষ বার্তা

 

Previous articleদাদু যখন নবজাতকের বাবা! ৭৯ বছরেও পিতৃত্বের স্বাদ
Next articleবাঁকুড়ায় বিজেপির সভার অনুমতি হাই কোর্টের! শুভেন্দুকে ‘হিরো সাজানো’র চেষ্টা কটাক্ষ কুণালের