Tuesday, January 13, 2026

মিড ডে মিল প্রকল্পে বাংলার কাজের ভূয়সী প্রশংসা কেন্দ্রের, টুইটে জানালেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

বঙ্গ বিজেপির মুখে ঝামা ঘষে মিড ডে মিল (Mid day meal project) বা PM পোষণ প্রকল্পে বাংলার কাজের ভূয়সী প্রশংসা করল কেন্দ্র। শুধু তাই নয়, চলতি অর্থ বছরের জন্য রাজ্যকে ওই প্রকল্পে বরাদ্দ ২০০০ কোটি টাকা করা হয়েছে। টুইট করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এখবর জানান। কদিন আগেই মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন বঙ্গ বিজেপির নেতারা। সেটা যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কেন্দ্রের পদক্ষেপে তা স্পষ্ট।

শিক্ষামন্ত্রী জানান, মিড ডে মিল প্রকল্পে ২০০০ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রের প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ড। রাজ্যের তরফে মিড ডে মিল প্রকল্প নিয়ে যে সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে তার ভূয়সী প্রশংসাও করেছে কেন্দ্র। ব্রাত্য বসু টুইটে লেখেন,
“আজ ভারত সরকারের সচিবের সভাপতিত্বে পিএম পোশন (মিড ডে মিল প্রোগ্রাম) প্রকল্প অনুমোদন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের স্কুল শিক্ষা বিভাগের অধীনে মিড ডে মিল দফতর একটি বিষয় উপস্থাপন করেছে। ভারত সরকার এই প্রকল্পের অধীনে গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেছে এবং ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য ২০০০ কোটি টাকা মঞ্জুর করেছে। এর থেকে বোঝা যায় যে যৌথ পর্যালোচনা কমিটির রিপোর্টকে ঘিরে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক লাভের জন্য হাইপ তৈরি করা হয়েছিল।”

আরও পড়ুন- ২৪ ঘণ্টার মধ্যেই অভিষেকের প্রতিশ্রুতির বাস্তবায়ন! নতুন রাস্তা পাচ্ছে পূর্ব বর্ধমানের রায়না

মিড ডে মিলের টাকা নিয়ে নানা অভিযোগ তুলেছিল বিরোধীরা। কখনও ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে না, আবার কখনও সেই টাকা অন্য খাতে ব্যয় হয়েছে বলেও অভিযোগ তোলা হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিড ডে মিলের টাকা ‘নয়ছয়’ হয়েছে বলে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় মন্ত্রকে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। কিন্তু কেন্দ্রের এই প্রশংসা শুধু রাজ্যের গৌরব নয়, বঙ্গ বিজেপির নেতাদের অভিযোগেরও মোক্ষম জবাব।

 

spot_img

Related articles

ভারতের ‘জমির’ উপর দিয়ে চিনের রাস্তাঘাট: PoK হাতছাড়া, স্বীকার বিদেশ মন্ত্রকের

গোটা বিশ্বে যখন রাশিয়া-চিন জোটের দিকে না, আমেরিকার দিকে শক্তির পাল্লা ভারি, তা নিয়ে লড়াই চলছে, তখন আরও...

অনিকেতের টাকা তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ অভয়ার বাবা-মায়ের!

অভয়ার বাবা-মার এবার বিস্ফোরক অভিযোগ আরজি কর আন্দোলনের নেতা অনিকেত মাহাতোকে নিয়ে। "ব্যক্তিগতভাবে আমার মেয়ের নামে টাকা চাইবে...

বড় ফাঁক ভোটার তালিকা সংশোধনে! সময়মতো চূড়ান্ত প্রকাশ নিয়ে প্রশ্ন

বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশন যতই ‘নিখুঁত পরিকল্পনা’র কথা বলুক, রাজ্যের মাটিতে সেই ছবিটা যে...

যোগীরাজ্যে নরখাদক! মা-স্ত্রীকে খুন করে খুবলে খেল যুবক

যোগীরাজ্যে ভয়ঙ্কর ঘটনা! মাঝে মধ্যেই মদ-গাঁজা খেয়ে এসে মাঝে মধ্যেই মা-বৌকে খুনের হুমকি দিত। কিন্তু সত্যিই যে মাথা...