Saturday, January 10, 2026

আপত্তি নেই মুখ্যমন্ত্রীর! তাও এনআইএ তদন্তের দাবি নিয়ে হাইকোর্টে মামলা শুভেন্দুর

Date:

Share post:

এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় উত্তাল রাজ্য-রাজনীতি। যদিও ঘটনার সঙ্গে সঙ্গে তদন্ত প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি এও জানিয়েছেন NIA তদন্তেও কোনও আপত্তি নেই তাঁর। তবে মূল অভিযুক্তের যেন যথাযথ শাস্তি হয়। কিন্তু রাত কাটতেই এনআইএ তদন্তের দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কলকাতা হাইকোর্ট শুভেন্দুর দাবিতে মামলা করার আবেদন মঞ্জুর করল।

আরও পড়ুন:দিলীপের বিতর্কিত মন্তব্যের জেরঃ খড়গপুরে বাংলো ‘ঘেরাও’ কুড়মিদের

মঙ্গলবার দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় একটি বাড়িতে তীব্র বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাত এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার পিছু আড়াই লাখ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেন। ঘটনার তদন্তভার দেন সিআইডির হাতে।এমনকি সাংবাদিক সম্মেলনে এও বলেন, এনআইএ তদন্তে কোনও আপত্তি নেই তাঁর। মঙ্গলবার রাতেই ঘটনাস্থলে পৌঁছন এডিজি সিআইএফ জ্ঞানবন্ত সিং।

এই বাজি কারখানার মালিক ভানু বাগকে খুঁজতে ওড়িশা পৌঁছেছে পুলিশ। এখনও অবধি ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আটক আরও ২। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে, মর্মান্তিক এই ঘটনাকে ঘিরে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। বুধবার এই নিয়েই হাইকোর্টে মামলা করলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, প্রায় ১২-১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার যথাযথ তদন্ত করা হোক। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ শুভেন্দুকে মামলা করার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

 

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...