Sunday, November 9, 2025

ট্রাক্টর-সুমোর মুখোমুখি সং.ঘর্ষ! খড়িবাড়ির দু.র্ঘটনায় ম.র্মান্তিক পরিণতি জওয়ানের

Date:

Share post:

ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা জাতীয় সড়কে (National Highway)! বৃহস্পতিবার টাটা সুমো (Sumo) ও ট্রাক্টরের (Tractor) মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মৃত্যু হল এক ভারতীয় সেনা জওয়ানের (Indian Army Jawan), গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার সকালে খড়িবাড়ির (Kharibari) প্রসাদু জোত এশিয়ান হাইওয়ে-২-তে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, এদিন টাটা সুমোটি নেপাল থেকে শিলিগুড়ি যাচ্ছিল। আর সেই সময় আচমকাই গাড়িটির সামনের একটি চাকা খুলে যায়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে সুমোটি উল্টে যায়। সেইসময়ই উল্টোদিক থেকে আসা ট্রাক্টরটি সুমোর মুখোমুখি ধাক্কা দেয়।

জানা গিয়েছে, মৃতের নাম গঙ্গা প্রসাদ সারু। তিনি ভারতীয় সেনাবাহিনীর জ‌ওয়ান ছিলেন। এদিকে দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ট্রাক্টর চালক। পুলিশ সূত্রে খবর, আহতদের নাম বাহাদুর ছেত্রী, পরলাথ লামিছানি, উষা পন্থী শর্মা, তপন নিরোলা ও কোইরাম শর্মা। আহতরা সকলে নেপাল ও অরুনাচল প্রদেশের বাসিন্দা বলে খবর। এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতাল পাঠায়। কিন্তু পরবর্তীকালে পরিস্থিতি আরও অবনতি হওয়ায় আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় খড়িবাড়ি থানার পুলিশ। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। তবে এদিন দুর্ঘটনার সময়ে বিকট শব্দ কেঁপে ওঠে এলাকা।

 

 

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...