Thursday, December 25, 2025

আগুয়েরোর অ্যাকাউন্ট ফিরিয়ে দিল ‘টুইচ’

Date:

Share post:

কিংবদন্তির শিরোপা মাথায় নিয়ে ম্যানচেস্টার সিটি ছেড়েছিলেন  আগুয়েরো। ম্যান সিটির হয়ে ৫টি প্রিমিয়ার লিগ সহ জিতেছেন ছোট–বড় মিলিয়ে ১৬টি ট্রফি। কিন্তু একটা আক্ষেপ তাঁর থেকেই গেছে। সিটির হয়ে কখনো চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি এই আর্জেন্টাইন তারকা। ২০২০-২১ সালে সিটি ফাইনাল খেললেও ইউরোপ সেরার মুকুট জিততে পারেনি। চেলসির কাছে ১-০ গোলে হেরে যায় তারা।

নিজে কখনো জিততে না পারলেও প্রিয় ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ জিততে দেখতে চান আগুয়েরো। তাই এবারের সেমিফাইনালের দ্বিতীয় লেগে সিটি যখন রিয়াল মাদ্রিদকে গোলের বন্যায় ভাসাচ্ছিল, তখন আবেগের বাঁধ ভেঙেছিল তাঁর। আর সেই বাঁধভাঙা আবেগ সাবেক সিটি স্ট্রাইকারের জন্য বিপদও ডেকে আনে। ভিডিও লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে কপিরাইট বহির্ভূত ভিডিও দেখিয়ে তাৎক্ষণিকভাবে প্ল্যাটফর্মটিতে নিষিদ্ধ হন। যদিও পরে তাঁর অ্যাকাউন্টটি ফিরিয়ে দেওয়া হয়েছে।

২০২১ সালে ম্যান সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। বার্সেলোনায় অবশ্য কেরিয়ার খুব বেশি দীর্ঘায়িত হয়নি। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কয়েক মাসের মধ্যেই ফুটবলকে বিদায় জানাতে হয় তাকে।এরপর আর মাঠে নামতে না পারলেও মাঠের বাইরে বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন এই আর্জেন্টাইন তারকা। বর্তমানে কুনিস্পোর্টস নামের একটি ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন আগুয়েরো। সোশ্যাল মিডিয়াতে নিয়মিত সক্রিয় তিনি। এ ছাড়া স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচ চ্যানেলে প্রায়ই দেখা যায় আগুয়েরোকে। ২০২০ সালেই এই প্ল্যাটফর্মে নিজের অ্যাকাউন্ট খুলেছিলেন আগুয়েরো। কিন্তু সেই প্ল্যাটফর্মেই সিটির হাতে রিয়ালের বিধ্বস্ত হওয়ার রাতে ঝামেলায় পড়েন আগুয়েরো। দুই বছরের মধ্যে প্রথমবারের মতো তাঁর অ্যাকাউন্টটি নিষিদ্ধ করে প্রতিষ্ঠানটি। টুইচে আগুয়েরোর অনুসারীর সংখ্যা ৪০ লাখ ৭০ হাজার।

আগুয়েরো নাকি সিটি-রিয়াল ম্যাচ টুইচে লাইভ স্ট্রিম শুরু করেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে আগুয়েরোর নিয়ম ভাঙার বিষয়টি ধরতে পারে প্রতিষ্ঠানটি, যা কপিরাইট নীতির পরিপন্থী হওয়ার কারণে তাঁর অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেয় স্ট্রিমিং প্রতিষ্ঠানটি। যদিও এ নিষেধাজ্ঞা বলবৎ ছিল ৪৮ ঘণ্টা। পরে আগুয়েরো তাঁর অ্যাকাউন্ট ফিরে পান।

 

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...