Thursday, November 13, 2025

মর্মা*ন্তিক! বেঙ্গালুরুতে আন্ডারপাসে জলমগ্ন অবস্থায় গাড়িতেই মৃ*ত্যু তরুণীর

Date:

Share post:

বৃষ্টি হচ্ছিল কদিন ধরেই। আর তারই জেরে আন্ডারপাসে জমে গিয়েছিল জল। কিন্তু তার পরিণতি যে এমন মর্মান্তিক হবে বুঝতে পারেননি ওই তরুণীও। রবিবার মধ্য বেঙ্গালুরুর কেআর সার্কেলে একটি আন্ডারপাসে জলমগ্ন অবস্থায় গাড়িতে এক প্রযুক্তিবিদ মারা যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণী ২২ বছর বয়সী, তার নাম ভানুরেখা। তিনি ইনফোসিসে চাকরি করতেন। রবিবার বিকেলে টানা বৃষ্টিতে বেঙ্গালুরুতে এই দুর্ঘটনা ঘটে। গাড়িতে সাতজন ছিলেন । ছয়জনকে স্থানীয় লোকজন উদ্ধার করলেও বাঁচানো যায়নি তরুণীকে।

ভানুরেখাকে দ্রুত নিকটবর্তী সেন্ট মার্থা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া হাসপাতাল পরিদর্শন করেন এবং নিহতের নিকটাত্মীয়দের জন্য পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন।

সিদ্দারামাইয়া বলেছেন, পরিবারটি বিজয়ওয়াড়া থেকে এসেছে। তিনি একটি গাড়ি ভাড়া করে শহরে ঘুরছিলেন। এতে চালকসহ সাতজন ছিলেন। আন্ডারপাসে লোকজন যাতে ঢুকতে না পারে সেজন্য ব্যারিকেডিং করা হয়। কিন্তু বৃষ্টির কারণে ব্যারিকেড পড়ে যায়। চালক আন্ডারপাস দিয়ে না গিয়ে অন্য রাস্তা নিতে পারতেন। এটা করলে এত বড় দুর্ঘটনা ঘটত না। কিন্তু চালক তা করেননি। ব্যারিকেড থাকা সত্ত্বেও তিনি আন্ডারপাসে প্রবেশ করেন।

বেশ কয়েকদিন ধরেই বেঙ্গালুরুতে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি এবং প্রবল বাতাস আছড়ে পড়ছে। জানা গিয়েছে গাড়িটি আন্ডারপাসে যাওয়ার পরে, জলের স্তর এসইউভির কাঁচের সমান হয়ে গিয়েছিল। যার কারণে তারা দরজা খুলতে পারেনি। জলাবদ্ধ আন্ডারপাসে ডুবে ভানুরেখার মৃত্যু হয়।

এদিকে অভিযোগ , হাসপাতালের কর্মীরা সময়মতো চিকিৎসা শুরু না করায় তার মৃত্যু ঘটে। জানা গিয়েছে, প্লাবিত আন্ডারপাসে গাড়ি আটকে যাওয়ার দু-এক মিনিটের মধ্যে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। স্থানীয়, পুলিশ এবং দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু গাড়ির ভেতরে থাকা লোকজন আতঙ্কে চিৎকার করতে থাকেন। পুলিশ জানিয়েছে, আন্ডারপাস থেকে উঠতে সাহায্য করার জন্য সিঁড়ি নামানো হয়েছিল। ছয়জনকে উদ্ধার করা গেলেও, মহিলাটি খুব বেশি জল ঢুকে পড়ায় মারা যান। বিকেল থেকে শহরে শিলাবৃষ্টি ও প্রবল বাতাস বইছে, অনেক গাছ উপড়ে পড়েছে এবং কিছু এলাকা প্লাবিত হয়েছে।

spot_img

Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...