Saturday, August 23, 2025

মঙ্গলে আদালতে হাজিরা: ফের গ্রেফতারির আশঙ্কা ইমরানের

Date:

Share post:

বেআইনি গ্রেফতারির জেরে আদালতের নির্দেশে সদ্য মুক্তি পেয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে জমি দুর্নীতি মাওলায় মঙ্গলবার ফের ইসলামাবাদ আদালতে(Islamabad Court) হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানেই ফের তাঁকে গ্রেফতার করা হবে বলে জানালেন ইমরান খান(Imran Khan)। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দিতে গিয়ে এহেন বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। একইসঙ্গে তাঁর দাবি, সম্পূর্ণ বেআইনিভাবে অন্তত ১০ হাজার পিটিআই (PTI) সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

শাসকের আসন থেকে সরে যাওয়ার পরই ইমরান খানের বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক মামলা। যার মধ্যে বেশকিছু মামলায় ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন তিনি। জমি দুর্নীতি মামলায় তাঁর আগাম জামিনের মেয়াদ শেষ হচ্ছে সোমবার। ফলে মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ ফের আদালতে পেশ করা হবে ইমরানকে। সেই ঘটনা প্রসঙ্গে ইমরান বলেন, “আগামী মঙ্গলবার বেশ কয়েকটি মামলায় জামিনের আরজি নিয়ে ইসলামাবাদের আদালতে আমি হাজিরা দেব। সেখানেই আমার গ্রেফতার হওয়ার ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে।” এর পাশাপাশি পাক সরকারকে তোপ দেগে ইমরান বলেন, “এখনও পর্যন্ত ১০ হাজার পিটিআই কর্মী সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে দলের মহিলা ও প্রবীণ কর্মীরাও রয়েছেন।”

উল্লেখ্য, গত ৯মে আল কাদির ট্রাস্ট মামলায় আদালতে হাজিরা দিতে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন পিটিআই প্রধান। আদালত চত্বর থেকেই নাটকীয় ভাবে তাঁকে গ্রেফতার করে পাক রেঞ্জার্স। তাঁকে কোথায় রাখা হয়েছে সেই তথ্য একেবারে গোপন রাখা হয়েছিল। হেফাজতে থাকাকালীন তাঁকে খুনের চেষ্টা চলছে বলেও অভিযোগ জানিয়েছিলেন ইমরান। শেষ পর্যন্ত পাক সুপ্রিম কোর্ট এই গ্রেফতারিকে বেআইনি বলে ঘোষণা করে।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...