Thursday, January 1, 2026

মঙ্গলে আদালতে হাজিরা: ফের গ্রেফতারির আশঙ্কা ইমরানের

Date:

Share post:

বেআইনি গ্রেফতারির জেরে আদালতের নির্দেশে সদ্য মুক্তি পেয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে জমি দুর্নীতি মাওলায় মঙ্গলবার ফের ইসলামাবাদ আদালতে(Islamabad Court) হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁর। সেখানেই ফের তাঁকে গ্রেফতার করা হবে বলে জানালেন ইমরান খান(Imran Khan)। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দিতে গিয়ে এহেন বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। একইসঙ্গে তাঁর দাবি, সম্পূর্ণ বেআইনিভাবে অন্তত ১০ হাজার পিটিআই (PTI) সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

শাসকের আসন থেকে সরে যাওয়ার পরই ইমরান খানের বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক মামলা। যার মধ্যে বেশকিছু মামলায় ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন তিনি। জমি দুর্নীতি মামলায় তাঁর আগাম জামিনের মেয়াদ শেষ হচ্ছে সোমবার। ফলে মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ ফের আদালতে পেশ করা হবে ইমরানকে। সেই ঘটনা প্রসঙ্গে ইমরান বলেন, “আগামী মঙ্গলবার বেশ কয়েকটি মামলায় জামিনের আরজি নিয়ে ইসলামাবাদের আদালতে আমি হাজিরা দেব। সেখানেই আমার গ্রেফতার হওয়ার ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে।” এর পাশাপাশি পাক সরকারকে তোপ দেগে ইমরান বলেন, “এখনও পর্যন্ত ১০ হাজার পিটিআই কর্মী সমর্থকদের গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে দলের মহিলা ও প্রবীণ কর্মীরাও রয়েছেন।”

উল্লেখ্য, গত ৯মে আল কাদির ট্রাস্ট মামলায় আদালতে হাজিরা দিতে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন পিটিআই প্রধান। আদালত চত্বর থেকেই নাটকীয় ভাবে তাঁকে গ্রেফতার করে পাক রেঞ্জার্স। তাঁকে কোথায় রাখা হয়েছে সেই তথ্য একেবারে গোপন রাখা হয়েছিল। হেফাজতে থাকাকালীন তাঁকে খুনের চেষ্টা চলছে বলেও অভিযোগ জানিয়েছিলেন ইমরান। শেষ পর্যন্ত পাক সুপ্রিম কোর্ট এই গ্রেফতারিকে বেআইনি বলে ঘোষণা করে।

spot_img

Related articles

দর্শকদের জন্য স্বস্তি! মেসি ইভেন্টের টিকিটের দাম ফেরতের প্রক্রিয়া শুরু

নতুন বছরের শুরুতেই মেসি ইভেন্টে (Messi Event) দর্শকদের টিকিটের দাম ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করল সিট।  টিকিট বিক্রি...

স্টুডেন্টস উইক: ভবিষ্যতে পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর

ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাদের ‘স্টুডেন্টস ডে’ তথা আজ ‘স্টুডেন্টস উইক’-এর(Student week) সূচনার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা...

কেন্দ্রের ঘোষণাতেই বড় ধাক্কা! দেশের সর্বোচ্চ সিগারেট উৎপাদক সংস্থার শেয়ার তলানিতে

দেশের সর্বোচ্চ সিগারেট উৎপাদক সংস্থা ITC-এর শেয়ারে (share market) বড় ধস! বুধবার কেন্দ্রীয় সরকারের সিগারেট ও তামাকজাত পণ্যের...

মায়ের মৃত্যুতে রাজনীতির নতুন পর্বে তারিক! দক্ষিণ এশিয়াকে ধন্যবাদ

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেওয়া যে নেহাৎ সৌজন্যের খাতিরে ছিল না, প্রমাণ করে দিলেন...