Saturday, November 8, 2025

নতুন করে অ*শান্তি ছড়াল মণিপুরে!

Date:

Share post:

পুরোপুরি ঠাণ্ডা হওয়ার আগেই ফের মণিপুরে নতুন করে অশান্তি ছড়াল। তবিবার রাত থেকেই হিংসা ছড়িয়ে পরেছে ইম্ফলের চেকন এলাকায়। স্থানীয় বাজারের দখল নিয়ে মেইটেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ বেঁধেছে। দোকানপাঠ থেকে শুরু করে লুঠপাঠ চলে ঘর বাড়িগুলিতেও। এমনকি আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কিছু বাড়িতেও। ঘটনায় প্রাক্তন ১ বিধায়ক সহ ৩ জনকে গ্রেফতার করেছেন মণিপুর পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

আরও পড়ুন:অ*শান্ত মণিপুর থেকে আরও ৩৫ জন পড়ুয়াকে ঘরে ফেরাল নবান্ন!
এই মাসেই শুরুর দিকে মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়িয়ে পড়ে। কার্ফু জারি হয়। বন্ধ হয় ইন্টারনেট পরিষেবা। সেনা, আধা সেনা,অসম রাইফেলসের বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ওই হিংসায় প্রায় ৭০ জনের প্রাণ গিয়েছিল বলে জানা যায়। ফের নতুন করে হিংসা ছড়িয়ে পড়েছে মণিপুরে। ফের জারি করা হয়েছে কার্ফু।সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েক জন। বাজার এলারা বেশ কিছু দোকান এবং বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।
মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন, “রবিবার রাতে ইম্ফল পশ্চিম জেলায় এক ঘটনায় তিনজন সামান্য আহত হন। পুলিশ এই ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ডাবল ব্যারেল বন্দুক পাওয়া গিয়েছে।” তিনি আরও বলেন, “সোমবার ইম্ফল শহরের নিউ ল্যাম্বুলেন অংশে আরেকটি ছোটখাটো ঘটনা ঘটে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একজন প্রাক্তন বিধায়ক এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন। সিঙ্গেল ব্যারেল বন্দুক বহনকারী দু’জন সশস্ত্র কর্মী বিক্রেতাদের হুমকি দেয় এবং অঞ্চলটি খালি করতে বলে। প্রাক্তন বিধায়কসহ এই দু’জনকেই হেফাজতে নেওয়া হয়েছে।” এর পাশাপাশি তিনি জানিয়েছেন, গত ১০ দিন ধরে মণিপুরের অবস্থা শান্তিপূর্ণই ছিল। তিনি রাজ্যবাসীকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন। পাশাপাশি রাজ্যে শীঘ্রই শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন।

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...