Wednesday, November 5, 2025

আট-নয় মাস পর অবসর নিয়ে ভাবতে চান ধোনি

Date:

Share post:

এম এস ধোনির অবসর নিয়ে যে জল্পনা চলছিল তাতে জল ঢেলে দিলেন স্বয়ং ধোনি।চেন্নাই সুপার কিংসের হয়ে ১৪ তম মরসুমে ১০ম ফাইনালে নেতৃত্ব দেওয়ার পর ধোনি জানিয়ে দিলেন, তিনি এখনই এই সিদ্ধান্ত নিতে চান না। আগামী ডিসেম্বরে আইপিএল ২০২৪-এর নিলামের আগে এই সিদ্ধান্ত নেবেন তিনি। গুজরাট টাইটান্সকে ১৫ রানে হারিয়ে আইপিএল ২০২৩-এর ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই সুপার কিংস। জয়ের পর ম্যাচ শেষে ভাষ্যকার হর্ষ ভোগলে অবসরের কথা জানতে চাইলে ধোনি বলেন, ‘আমি জানি না, আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য ৮-৯ মাস সময় আছে। আমার সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট সময় আছে। ডিসেম্বরে নিলাম হবে। আমি সব সময় সিএসকে-তে আসব। আমি জানুয়ারি থেকে ঘরের বাইরে আছি, মার্চ থেকে অনুশীলন করছি।’

১৪ বছরে চেন্নাই সুপার কিংসকে ১২ বার প্লে অফে তুলেছেন ধোনি। যারমধ্যে ১০ বার দল ফাইনালে উঠেছে। চারবার চ্যাম্পিয়ন হয়েছে। ৪১ বছর বয়সে এটাই তাঁর শেষ আইপিএল হতে পারে বলে জল্পনা। তিনি নিজেও সেই ইঙ্গিত দিয়েছেন। এবার প্রথম কোয়ালিফায়ার জেতার পর ফের নিজের অবসর নিয়ে এমনই ইঙ্গিত দিলেন ধোনি।

প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সকে ১৫ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চেন্নাই। কঠিন পিচে ব্যাটিংয়ে বাজিমাত করার পর বোলিংয়েও চাতুরতার পরিচয় দিয়েছে। ম্যাচ জিতে উঠে ধোনি জানালেন, তিনি ২০২৪ সালের আইপিএল-এর নিলামের আগে নিজের অবসর নিয়ে সিদ্ধান্ত জানাবেন।গুজরাটকে পরাস্ত করার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি বলেন, ‘আমি জানি না (অবসরের ব্যাপারে), আমার হাতে ৮-৯ মাস আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি সবসময় চেন্নাই সুপার কিংসের সঙ্গে রয়েছি। আমি জানুয়ারি মাস থেকে বাড়ির বাইরে রয়েছি। মার্চ থেকে অনুশীলন করছি।তবে এখন চিন্তা করে কী হবে। আমি সবসময় সিএসকে-র সঙ্গে রয়েছি, খেলোয়াড় হিসেবে হোক বা বাইরে থেকে।’

যদিও ধোনি চলতি আইপিএল-এর শুরু থেকে হাঁটুর চোটে ভুগছেন। তিনি বেশিক্ষণ ব্যাটও করছেন না। শেষের কয়েক ওভার ব্যাট করে চার ছয়ের দিকে নজর দিচ্ছেন। কিছুদিন আগে ধোনিকে দেখা গিয়েছিল হাঁটুতে আইস প্যাক লাগিয়ে হাঁটছেন।

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...