Tuesday, November 11, 2025

বোতাম টিপলেই ‘হাত’ ছাড়বেন অনেকে: কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

Date:

Share post:

বোতাম টিপলেই শুধু এ রাজ্যের নয়, ভিনরাজ্য়েরও একাধিক কংগ্রেস সাংসদ তৃণমূলে (TMC) যোগ দিতে পারেন। বায়রন বিশ্বাস (Bayran Biswas) দলে যোগ দেওয়ার পরে কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের নবজোয়ার কর্মসূচির মধ্যেই সোমবার, সকালে ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বায়রন। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপর তাঁকে পাশে বসিয়েই সাংবাদিক বৈঠক করে কংগ্রেসকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক।

এদিন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury) অভিযোগ করেন, দল ভাঙাচ্ছে রাজ্যের শাসকদল। সেই অভিযোগকে নস্যাৎ করে পাল্টা তোপ দাগেন অভিষেক। তাঁর কথায়, দল তাঁরা ভাঙেন না গড়েন। “শুধু এ রাজ্য় নয়, বোতাম টিপলেই অন্য রাজ্যের ৪ সাংসদ তৃণমূলে যোগ দেবেন। তাঁদের নামগুলো আর প্রকাশ্যে বলতে চাই না।” সাংবাদিকের প্রশ্নের উত্তরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, দল যদি চায় তিনি বহরমপুর থেকে লোকসভায় লড়বেন। ”আমাদের তো হাইকম্যান্ড ভিত্তিক দল নয়। সবটাই আলোচনা করে ঠিক হয়। দল যদি দার্জিলিংয়ে বলে তাই লড়ব, বহরমপুরে বলে, তাই লড়ব। যদি বলে ঘাটালে লড়তে হবে তাই লড়ব!” এরপরে অভিষেক যোগ করেন, ”আমি যখন রাজনীতিতে এসেছিলাম তখন অনেকে অনুমান করেছিলেন দক্ষিণ কলকাতা থেকে লড়ব। কিন্তু গিয়েছিলাম ডায়মন্ড হারবারে। আজ ডায়মন্ড হারবার তৃণমূলের গড়।”

এরপর কি গেরুয়া শিবিরে ভাঙন ধরবে? উত্তরে অভিষেক বলেন, “সময় হলেই বিজেপির জন্য় দরজা খুলব। স্ক্রিনিং করে ওদের নিতে হবে।”

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...