মালদহ, শালবনির পরে কাকদ্বীপে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে একমঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee-Abhishek Banerjee)। ৬০ দিন ব্যাপী ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি ১৬ জুন শেষ হবে কাকদ্বীপে। সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে একমঞ্চে থাকবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, নন্দীগ্রাম ছাড়ার আগে একান্ত আলাপচারিতায় অভিষেক জানান, ১৬ জুন ফের একমঞ্চে বক্তব্য রাখবেন মমতা ও অভিষেক।

২৫ এপ্রিল কোচবিহার থেকে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক। ১৫ টি জেলা ঘুরে এখন তিনি রয়েছেন পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার, নন্দীগ্রামে তাঁর ২০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে জনসংযোগ যাত্রায় জনপ্লাবন দেখা দেয়। এত মানুষের ভিড় দেখে উচ্ছ্বসিত তৃণমূল সুপ্রিমো। পদযাত্রা শেষে তাঁকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায় সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলে জানান খোদ অভিষেক।

অভিষেক জানান, ১৬ তারিখ তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে জনসভায় তাঁৎ সঙ্গে একমঞ্চে ভাষণ দেবেন তৃণমূল সভানেত্রীও।
