ইডির যদি এতই তৎপরতা থাকে তবে কেন যাচ্ছে না কাঁথি পুরসভায় ? কেন করছে না তদন্ত? ইডি-সিবিআই এর এফআইআরে শুভেন্দু অধিকারীর নাম থাকা সত্বেও কেন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন? কেন ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না ? কেন গ্রেপ্তার করা হচ্ছে না? ফের প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কেন সবটাই তৃণমূলের দিকে ? কেন শুধু তীর তৃণমূলের দিকে? কুণাল এদিন স্পষ্ট বলেন, যখনই বিজেপি বিপাকে পরে তখনই সিবিআই-ইডি রাজ্যে নামাতে হয়! রাজ্যের এক মন্ত্রীকে ফের তলব করেছে ইডি। কেন কলকাতায় নয়, কেন দিল্লিতে সেই প্রশ্নও তোলেন কুণাল।
তার স্পষ্ট কথা, যে কোনও দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাচ্ছেন মানুষকে সাহায্য করতে। আর যেখানেই বিজেপি বিপাকে পড়ছে ইডি- সিবিআই দিয়ে শাক দিয়ে মাঝে ঢাকার চেষ্টা।বিজেপির এজেন্সি নির্ভর পলিটিক্স আর তার নীচে দাঁড়িয়ে নেচে বেড়াচ্ছে সিপিএম- কংগ্রেস ।