এবার ”সরাসরি মুখ্যমন্ত্রী”, বৃহস্পতিবার নবান্নে কর্মসূচির উদ্বোধনে মমতা

বৃহস্পতিবার দুপুর ১টায় নবান্ন সভাঘরে এই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। জানিয়ে দেওয়া হবে টেলিফোন নম্বরও

জনসংযোগের হাতিয়ার হিসেবে “দিদিকে বলো”, “এক ফোনে অভিষেক”, “দিদির সুরক্ষা কবচ”-এ ”দিদির দূত” কর্মসূচিগুলি নিয়ে দারুণ সাড়া পেয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মানুষের আরও কাছে পৌঁছতে এবং জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে দু’মাসব্যাপী জনসংযোগ যাত্রা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আরও একটি মাস্টার স্ট্রোক। পঞ্চায়েত ভোটের আগে নতুন কর্মসূচি “সরাসরি মুখ্যমন্ত্রী”। তবে এই কর্মসূচি দলীয় নয়, সরকারি।

আরও পড়ুনঃঅল্পের জন্য বড়সড় দু*র্ঘটনা হতে হতেও হল না! রক্ষা পেল নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস


আগামিকাল, বৃহস্পতিবার দুপুর ১টায় নবান্ন সভাঘরে এই কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। জানিয়ে দেওয়া হবে টেলিফোন নম্বরও। যেখানে সরাসরি ফোন করে মানুষ তাঁদের অভাব-অভিযোগ-সমস্যার কথা জানাতে পারবেন।

কর্মসূচির উদ্বোধনে উপস্থিত থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি, স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা এবং অন্য সচিবরা। ভার্চুয়াল মাধ্যমে জেলা প্রশাসনের আধিকারিকদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।