৭ জুন থেকে ওভালে শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফাইনালে চাপে ভারতীয় দল। প্রথম ইনিংসে ৪৬৯ রান অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২৯৬ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ভারতের লড়াই করেন অজিঙ্কে রাহানে এবং শার্দুল ঠাকুর। খারাপ পিচের জন্যই নাকি ব্যাটিং বিপর্যয়। ওভালের পিচ নাকি এখন আর আগের মতো নেই। এমনটাই বললেন অর্ধশতরান করা শার্দুল।


এই নিয়ে শার্দুল বলেন,”এবারের পিচটা আলাদা। গতবার যখন এই পিচে খেলেছিলাম আমরা জানতাম আকাশে মেঘ থাকলে বল নড়াচড়া করবে। সেবার খেলা যত এগিয়েছিল, ততই ব্যাটিং সহায়ক পিচ হয়ে গিয়েছিল। এবার সেটা হচ্ছে না। বৃহস্পতিবার, শুক্রবার বল ওঠানামা করেছে।”

এখানেই না থেমে শার্দুল আরও বলেন,” পিচ অনেকটাই পাল্টে গিয়েছে। অদ্ভুত জায়গা থেকে বল বাউন্স করছিল। হাতে রান ছিল না বেশি, ছ’উইকেট পড়ে গিয়েছিল। কঠিন সময়ে ব্যাট করতে নেমেছিলাম। খুব বেশি টেস্ট খেলার অভিজ্ঞতাও নেই আমার। নিজেকে বলেছিলাম, এটাই টেস্ট ক্রিকেট, এখানে এমনই হয়। একটা জায়গায় বল পড়লে, বেশি বাউন্স করছে। পিচে ঘাসও রয়েছে। এমন লেংথে বল আসছে যে, ব্যাটার ছাড়তেও পারছে না, আবার খেললেও বিপদ। এমন অবস্থায় খেলতেই হচ্ছে। এই পিচে আমি বলব শর্ট লেংথে বল করাটাই ঠিক।”

আরও পড়ুন:দুরন্ত প্রত্যাবর্তন, রাহানের প্রশংসায় মহারাজ






















