Thursday, August 28, 2025

কেন্দ্রের ব.ঞ্চনাকে হাতি.য়ার করেই পঞ্চায়েতে প্রচার তৃণমূলের, আজ কালীঘাটে নির্বাচনী বৈঠক

Date:

Share post:

কোচবিহার টু কাকদ্বীপ, ৫১দিনব্যাপী তৃণমূলে নবজোয়ার কর্মসূচির সমাপন হয়েছে। কাকদ্বীপে সমাপন মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক (Abhishek Banerjee) বুঝিয়ে দিয়েছেন বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়বে না তৃণমূল। গ্রামবাংলার মানুষকে সঙ্গে নিয়ে বাম-রামের সমস্ত কুৎসা, অপপ্রচার, চক্রান্তের জবাব দেওয়া হবে পঞ্চায়েত ভোটে। বিরোধীদের জামানত জব্দ করার শপথ নিয়ে এবার পঞ্চায়েতের ময়দানে ঝাঁপানোর বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।সেই আবহে দাঁড়িয়ে আজ, শনিবার পঞ্চায়েত ভোটের আগে কালীঘাটে দলের গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। এই বৈঠক মূলত দলের নির্বাচনী কমিটির। বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়। শীর্ষ নেতৃত্বের পাশাপাশি থাকবেন বেশ কিছু সাংসদ এবং বিধায়কও। বিকেল চারটের সময় হবে এই বৈঠক।

তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে প্রচার, দলীয় কৌশল নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে৷ একই সঙ্গে বার্তা দেওয়া হবে দলের কর্মীদের। ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের জন্য একাধিক নেতাকে বিশেষ দায়িত্ব দিয়ে জেলায় জেলায় পাঠানো হয়েছে৷

রাজ্যজুড়ে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও মোটের উপর শান্তিতেই মিটেছে মনোনয়ন জমার পর্ব। এবার পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ ভাবে করতে চায় শাসক দল। তাই বিরোধীদের প্ররোচনায় কোনওভাবেই পা দেওয়া যাবে না বলে আগেই দলের তরফে বার্তা দিয়েছে তৃণমূল। এদিনের বৈঠক থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক।

এবার পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করেই ভোটে যাবে তৃণমূল কংগ্রেস, তা একপ্রকার স্পষ্ট। বিশেষ করে অভিষেক বন্দোপাধ্যায় তাঁঁর জনসংযোগ কর্মসূচির বিভিন্ন সভায় এই বিষয়ের উল্লেখ করেছেন৷ গ্রামে মানুষের সঙ্গে কথা বলতে গিয়েও কেন্দ্র একশো দিনের টাকা আটকে রেখেছেন বলে উল্লেখ করেছেন অভিষেক৷ এবার এই কেন্দ্রীয় বঞ্চনাকে গ্রামে গ্রামে আগামী কয়েকদিন প্রচারে ব্যবহার করতে চায় শাসক দল। এর পাশাপাশি প্রার্থী হিসেবে টিকিট না পেয়েও দলের অনেকে নির্দল হিসেবে ভোটে লড়াই করছেন। বেশ কিছু জায়গায় তা নিয়ে সমস্যা তৈরি হতে পারে, তা নিয়েও দলের কৌশল কী হবে তা আজ আলোচনায় উঠে আসতে পারে। আগামী ২৪ বা ২৫ তারিখ থেকে পঞ্চায়েত ভোটের প্রচারে সভা করতে পারেন অভিষেক বন্দোপাধ্যায়।

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...