Sunday, November 2, 2025

পঞ্চায়েতেও দলবদলুদের দাপট, টিকিট! ধর্ণায় খোদ বিজেপি নেত্রী

Date:

Share post:

একুশের বিধানসভা হোক অথবা তারপর পুরসভা ভোট কিংবা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election) গেরুয়া শিবিরের অন্দরে সেই দলবদলু নব্য বিজেপির দাপাদাপি। যেখানে আদি বিজেপি নেতা;কর্মীদের নূন্যতম সম্মানটুকু নেই। বিধানসভা ও পুরসভা ভোটে এই দলবদলুরাই ডুবিয়েছিল, অতীত থেকে শিক্ষা না নিয়ে পঞ্চায়েতেও একই পথে হাঁটছে বিজেপি (BJP)। দলের অন্দরে বাড়ছে ক্ষোভ। দল ছাড়ার হিড়িক। পাশাপাশি নির্দল হয়ে দাঁড়িয়ে পড়ছেন বিজেপির অনেক স্থানীয় নেতা-নেত্রী।

এবার দলবদলুকে টিকিট দেওয়ার রায়গঞ্জে বিজেপির অন্দরে ব্যাপক অশান্তি। এমনকী ওই সিদ্ধান্তের প্রতিবাদে জেলা কার্যালয়ের সামনে ধর্নায় বসেন খোদ বিজেপির জেলা সহ-সভানেত্রী বীণা ঝা (Bina Jha)। পঞ্চায়েত ভোটের মুখে যা নিয়ে প্রবল অস্বতিতে বিজেপি নেতৃত্ব। এদিকে ধর্নায় বসা জেলা সহ-সভানেত্রী বীণাদেবীর অভিযোগ, তৃণমূল থেকে আসা লোকজনকে অন্যায়ভাবে টিকিট দেওয়া হচ্ছে। বিজেপির জেলা সভাপতি অবশ্য এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

বৃহস্পতিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন মানস ঘোষ নামের এক স্থানীয় তৃণমূল নেতা। গেরুয়া শিবির সূত্রে খবর, নিজের এবং স্ত্রীর টিকিট পাওয়ার শর্তে তিনি বিজেপিতে যোগদান করেছেন। যা নিয়ে বিজেপিতে জোর কোন্দল শুরু হয়। দলীয় কর্মীদের টিকিট না দিয়ে তৃণমূল থেকে আসা ব্যক্তিকে সস্ত্রীক টিকিট দেওয়ায় দলের অন্দরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিজেপির কর্মী-সমর্থকরা কিছুতেই এটা মেনে নিতে পারছেন না। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসবে, এই ক্ষোভ বাড়বে বলে দলের অন্দরেই আশঙ্কা।

 

spot_img

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...