Friday, January 16, 2026

অল্পের জন্য বড় দু.র্ঘটনা এড়াল নীলাচল এক্সপ্রেস! ফের প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা

Date:

Share post:

ফের বড়সড় প্রশ্নের মুখে ভারতীয় রেলের (Indian Rail) নিরাপত্তা ব্যবস্থা (Security)। এবার বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল পুরী থেকে দিল্লির আনন্দবিহারগামী নীলাচল এক্সপ্রেস (Nilachal Express)। শনিবার বিকেল ৫টা নাগাদ রায়বরেলী জংশন ছাড়ার পর বিকেল ৫টা নাগাদ নিগোহা স্টেশনের কাছে পৌঁছয় ট্রেনটি। আর তারপরই ঘটে যায় অঘটন।

শনিবার বিকেলে লখনৌয়ের নিগোহান স্টেশন দিয়ে নীলাচল এক্সপ্রেস স্টেশন থেকে ছাড়ার পরই দেখা যায় ট্রেনের লাইন বেঁকে গিয়েছে। লাইনের রক্ষণাবেক্ষণের অভাবেই এই অঘটন, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ট্রেনটি ছাড়ার আগে এমন হলে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত। ইতিমধ্যে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আচমকা কেন এই সমস্যা? জানা গিয়েছে, রায়বরেলী থেকে পাঁচটি স্টেশন পরে এই নিগোহা স্টেশন। কিন্তু ট্রেনটি এখানে থামে না। তবে এদিন মেন লাইনে একটি ট্রেন দাঁড়িয়ে থাকার কারণে নীলাচল এক্সপ্রেসটিকে লুপ লাইন দিয়ে পাস করানোর জন্য সিগন্যাল দেওয়া হয়েছিল। আর ট্রেনটি নিগোহা স্টেশনের কাছে লুপ লাইন দিয়ে যাওয়ার সময় চালক জোর একটা ঝাঁকুনি অনুভব করেন। সঙ্গে সঙ্গে তিনি ট্রেনটিকে থামিয়ে দেন। এরপরই তড়িঘড়ি কন্ট্রোল রুম এবং রেলের ইঞ্জিনিয়ার বিভাগে খবর দেন। পরে ট্রেনটি লখনউ স্টেশনে পৌঁছলে অভিযোগ দায়েরের পাশাপাশি বিষয়টি রেলের শীর্ষ আধিকারিকদেরও জানান তিনি।

এদিকে বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের শীর্ষ আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন যে লুপ লাইন দিয়ে নীলাচল এক্সপ্রেসকে পাস করানো হচ্ছিল, সেখানেই এক জায়গায় রেললাইন বেঁকে সরে গিয়েছে। এরপরই রেললাইনটিকে দ্রুত সারানোর ব্যবস্থা করা হয়। ইতিমধ্যে লখনউয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। রেল বিশেষজ্ঞরা জানিয়েছেন, রেললাইন ঠিকমতো মেরামত না করার কারণে এমন ঘটনা ঘটতে পারে। তবে এদিন চালক সময় মতো বিষয়টি উপলব্ধি করে ট্রেনটি থামিয়ে দেওয়ায় বহু প্রাণ বাঁচে।

 

 

 

 

spot_img

Related articles

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...

ইতিহাস গড়ল গঙ্গাসাগর! পুণ্যস্নানে ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী 

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’-এর টানেই আধ্যাত্মিকতা, বিশ্বাস ও বিপুল জনসমাগমের এক অনন্য মহামিলনে পরিণত হল গঙ্গাসাগর মেলা...