Thursday, December 25, 2025

পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়-নিষ্ক্রিয় দুধরনের অভিযোগ নিয়ে হাই কোর্টে শান্তনু ঠাকুর!

Date:

Share post:

ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের মন্দিরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) যাওয়া নিয়ে বিস্তর ঝামেলা করেন BJP সাংসদ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। তাঁর অনুগামীরা সেদিন ওই চত্বরে রীতিমতো তাণ্ডব চালায়। এর জেরে পদক্ষেপ করে পুলিশ। তাতে গোঁসা হওয়ায় পুলিশের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তা এবং অতিসক্রিয়তা’র অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সোমবার উচ্চ আদালতে অভিযোগ জানান তিনি। শান্তনুর অভিযোগ, মন্দিরের তরফে জানানো অভিযোগের কোনও পদক্ষেপ না করলেও কয়েকজন ভক্তের বিরুদ্ধেই এফআইআর করা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। মঙ্গলবার সেই মামলার শুনানির সম্ভাবনা।

১১ জুন অভিষেকের সফর ঘিরে ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে তুলকালাম বাধান শান্তনুরা। অভিষেক পৌঁছনোর পরে এলাকা ছেড়ে কিছুক্ষণের জন্য গা ঢাকা দেন শান্তনু-অনুগামী বিজেপির কর্মীরা। গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন অভিষেক। প্রয়াত বড়মা বীণাপাণিদেবীর ঘরে শ্রদ্ধা জানান। বেরিয়ে অভিষেক জানান, ঠাকুরবাড়ি রাজনীতির জায়গা নয়। তাঁর কথায়, ‘‘আমি চাইলে ৫ মিনিট লাগবে। কিন্তু আমরা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও-তে বিশ্বাস করি না। পুজো দিতে এসেছিলাম। তিন মাস পর আবার আসব। দম থাকলে আটকে দেখিয়ো!’’ তৃণমূলের অভিযোগ ছিল, বিজেপি সাংসদের নিরাপত্তারক্ষীরা মন্দির চত্বরে ঢুকে তৃণমূলের কর্মী-সমর্থক এবং মতুয়াদের মারধর করেছেন। বনগাঁর পুলিশ সুপার জয়িতা বসু জানান, ‘‘শান্তনু ঠাকুর উস্কানিমূলক কথা বলছিলেন। অভিযুক্তদের ধরার চেষ্টা হলে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা।’’ এবার পুলিশের বিরুদ্ধে কখনো নিষ্ক্রিয়তা কখনো অতি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন শান্তনু। রাজনৈতিক দলের মতে, মানুষের সমর্থন না পেয়ে আদালতকে আঁকড়ে ধরেই বঙ্গে বিজেপি অস্তিত্ব রক্ষার চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন- বহড়ুতে বিদ্যুৎ থেকে বালুরঘাটে কাস্ট সার্টিফিকেট, নবজোয়ারে দেওয়া প্রতিশ্রুতি পূরণ অভিষেকের

spot_img

Related articles

ছায়ানটের ঘটনায় প্রতিবাদ! ঢাকা সফর বাতিল রাশিদ-পুত্র আরমানের

ওপার বাংলার সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে সরব হলেন প্রখ্যাত সরোদশিল্পী ওস্তাদ রাশিদ খানের পুত্র...

বাংলাদেশে ফের গণপিটুনিতে মৃত যুবক: গ্রেফতার নিহতেরই সঙ্গী!

চাঁদাবাজ তকমা দিয়ে ফের এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা বাংলাদেশে। নির্বাচনের (Bangladesh election) মাত্র দুমাস আগে এই ঘটনায়...

বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! ভস্মীভূত অন্তত ৫০টি ঝুপড়ি

বড়দিনের আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হল খাস কলকাতায়। বৃহস্পতিবার বিকেলে গার্ডেনরিচের পাহাড়পুর এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল...

প্রেমে প্রত্যাখ্যান! তরুণীকে বিষ খাইয়ে খুন প্রেমিকের

প্রেমের প্রস্তাবে (love proposal) রাজি না হওয়ায় তরুণীকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। মৃত...