Thursday, December 4, 2025

কেন্দ্রীয় বাহিনী নিয়ে চিন্তিত নয়, জয়ের বিষয় একশোভাগ আশাবাদী তৃণমূল

Date:

Share post:

এর আগেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে। আর জয় পেয়েছে শাসকদল। তাই পঞ্চায়েত ভোটে সুপ্রিম নির্দেশে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয় তৃণমূল (TMC)। মিলিটারি নামালেও চিন্তা নেই৷ রাষ্ট্রসংঘ থেকে বাহিনী আসলেও চিন্তা নেই৷ বিপুল ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর নির্দেশের পর এটাই শাসকদলের বক্তব্য। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশেই আছে। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “আমরা হাসতে হাসতে দেখছি, কী হতে চলেছে। ওরা কেন্দ্রীয় বাহিনী বুকে নিয়ে ঘুরুক। আমরা মানুষকে বুকে নিয়ে ঘুরি। হাসতে হাসতে হারাব। এমন ভাবে হারাব যাতে ওরা ভোটের ফল বেরনোর পরে মনে রাখে।” তাঁর কথায়, “২০২১ সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলেও ওরা ছিল শূন্য। তাই কেন্দ্রীয় বাহিনীর তোয়াক্কা করি না৷ মানুষের ভোটে জিতব৷ তবে ত্রিপুরায় এক রায় হবে আর এখানে এক রায় হবে সেটা হতে পারে না।”

বিজেপি-সিপিএম-কংগ্রেস-আইএসএফ-হাইকোর্ট-সুপ্রিমকোর্ট দেখবে কীভাবে ওরা হারে- মন্তব্য কুণাল ঘোষের। সম্প্রতি নামখানার জনসভা থেকেও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার বিরোধীদলের জামানত জব্দ করার ডাক দিয়েছেন। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। বেশিরভাগ অঞ্চলেই যাঁরা টিকিট না পেয়ে নির্দল দাঁড়িয়ে ছিলেন, তাঁরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। দুএকদিনের মধ্যে জেলায় প্রচারে বেরিয়ে পড়বেন রাজ্য নেতৃত্ব। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রচার করবেন। ফলে গ্রামবাংলা আবারও তৃণমূলের হতে চলেছে। ফল বেরোনোর পর বাংলার আকাশে সবুজ আবির ওড়া এখন শুধু সময়ের অপেক্ষা- আশাবাদী শাসকদল।

আরও পড়ুন- চিনকে রুখতে ভারতকে ব্যবহার করছে আমেরিকা, সরব বেজিং

 

spot_img

Related articles

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...