Thursday, December 25, 2025

পঞ্চায়েতে ১৫ শতাংশ ভোট বাড়বে তৃণমূলের: বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট(Kolkata HighCourt)। তবে তাতে কিছু যায় আসে না তৃণমূলের বরং কেন্দ্রীয় বাহিনীর জন্য আদালতকে ধন্যবাদ দিয়ে মঙ্গলবার বিজেপিকে(BJP) চ্যালেঞ্জ জানালেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। এই পঞ্চায়েত নির্বাচনে জানিয়ে দিলেন, ১৫ শতাংশ ভোট বাড়বে তৃণমূলের। পাশাপাশি কড়া সুরে বিজেপিকে আক্রমন শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার নদিয়ার হাঁসখালি কৃষ্ণগঞ্জের জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি আদালতকে ধন্যবাদ জানাচ্ছি পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার জন্য। প্রতিটা বুথে ৫ জন করে কেন্দ্রীয় জওয়ান দিন। ২ মাস আমি গোটা রাজ্য ঘুরেছি। মানুষের সঙ্গে ঘুরে তাঁদের চোখ মুখের অভিব্যক্তি আমি দেখেছি। আমি আজ চ্যালেঞ্জ করে বলছি সকলের সামনে, ২১ এর বিধানসভা নির্বাচনে ওরা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেছিল সেখানে তৃণমূল পেয়েছিল ৪৮ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ৩৮ শতাংশ ভোট। আমি বলে দিচ্ছি এবার বিজেপির ভোট আর কমবে ১৫ শতাংশ ভোটের ব্যবধানে এগিয়ে থাকবে তৃণমূল। আজ আমি বলে দিলাম, ভোটের পর আমার কথা মিলিয়ে নেবেন।”

একইসঙ্গে তৃণমূল শাসনে রাজ্যে উন্ন্যনের খতিয়ান তুলে ধরার পাশাপাশি কড়া সুরে এদিন বিজেপিকে আক্রমন শানান অভিষেক বলেন, “১৯ সালে এই রানাঘাট থেকে বিজেপি প্রার্থী ২ লাখ ভোটে জিতেছিল, ৩ বছর ধরে এখানে বিজেপিকে জিতিয়েছেন আপনারা। একবারও তাঁদের পাশে পেয়েছেন? যারা আচ্ছে দিনের ভাওতা দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছিল তাঁদের একবারও পাননি। কিন্তু তৃণমূল আপনাদের সুখে আনন্দে ছিল না তবে বিপদে ছিল ও থাকবে। এই নদিয়ায় লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন ১১ লক্ষ ৯৯ হাজার মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা এই নদিয়ায় ৮ আসনে হেরেছেন কিন্তু একজনও বলতে পারবে না লক্ষ্মীর ভাণ্ডার পায়নি, স্বাস্থ্যসাথী পায়নি, সবুজ সাথী পায়নি। সে বিজেপি হোক কংগ্রেস বা সিপিএম। মোদি বলেছিল নদিয়ায় আচ্ছে দিন আসবে, কিন্তু আপনার টাকা ব্যাঙ্কে রাখছেন সেই টাকা মেরে নীরব মোদি, মেহুল চোকসিরা নিয়ে পালাচ্ছে। গ্যাস, কেরোসিন, সর্সের তেল, পেট্রোল-ডিজেলের লাগাম ছাড়া দাম এই আচ্ছে দিনের নমুনা। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ১০০০ টাকা দিচ্ছেন আর মোদি আধার-প্যান লিঙ্কের নামে সেটা নিয়ে যাচ্ছে। আপনি ভাবুন কাকে ভোট দেবেন।

একইসঙ্গে অভিষেক বলেন, নরেন্দ্র মোদি বলেছিল ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে দেশে সব মানুষের বাড়িতে পাকা ছাদ থাকবে। আজ ২০২৩ সাল এখনও সেটা হয়নি অথচ বাংলার বাড়ির ১১ লক্ষ ৩৬ হাজার প্রকৃত প্রাপকের টাকা আটকে রেখেছে ওরা। উন্নয়নকে সরিয়ে রেখে যারা ধর্মের ভিত্তিতে সেদিন ভোট দিয়েছিল ধর্মের নামে অস্ত্রের নামে ঝনঝনানি হচ্ছে আজ। যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তাঁদের কেছে অনুরোধ কানে শুনে নয় চোখে দেখে ভোট দিন। জোড়া ফুল ভরসার প্রতীক, কথা দিয়ে কথা রাখার প্রতিক। আর পদ্ম হল কথা দিয়ে দিল্লি পালিয়ে ভাঁওতা দেওয়ার প্রতীক।

spot_img

Related articles

বাসন্তীতে বিস্ফোরণ, খড়িমাচান এলাকায় বোমা ফেটে গুরুতর জখম ১ শিশু!

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে খড়িমাচান এলাকায় বিকট শব্দে বিস্ফোরণ, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক...

চকচকে ফ্রেমে ফাঁপা কনটেন্ট, হতাশ করল কার্তিক-অনন্যার নতুন বলিউড ছবি 

প্রেমের গল্পে মূল উপাদান প্রেমিক-প্রেমিকার রসায়নের বিশ্বাসযোগ্যতা। কিন্তু গল্পের শুরু থেকেই যদি সেটা 'ভ্যানিশ' হয়ে যায় তাহলে বোধহয়...

বিজেপির গুন্ডাদের হামলায় বাংলার পরিযায়ী শ্রমিক খুন সম্বলপুরে, হত ১, আহত ২

বিজেপি রাজ্যে নৃশংস খুন হলেন বাংলার পরিযায়ী শ্রমিক(Bengal Migrant Workers)। বাংলাদেশি তকমা দিয়ে বাংলার ৩ পরিযায়ী শ্রমিকের উপর...

পণ্ডিত মদনমোহন মালব্যর জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মদনমোহন মালব্যর (Madan Mohun Malbiya) জন্মদিবসে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শ্রদ্ধার্ঘ্য জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...