Saturday, December 6, 2025

বিচারপতি মান্থার এজলাস থেকে ইডি এবং সিবিআইয়ের মামলাগুলি সরল অন্য বেঞ্চে

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিচার্য বিষয়ে বদল। তাঁর এজলাস থেকে ইডি এবং সিবিআইয়ের মামলাগুলি সরিয়ে নেওয়া হল। পুলিশি নিষ্ক্রিয়তার মামলাগুলি ৪ জুলাই থেকে শুনবেন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এখন থেকে বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বসবেন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট যে রোস্টার প্রকাশ করেছে তাতেই এ কথা জানানো হয়েছে।

বিচারপতি মান্থার এজলাসে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে পঞ্চায়েত ভোট সংক্রান্ত বহু মামলা রয়েছে। একাধিক মামলায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চে তা খারিজ হয়ে গিয়েছে।গত জানুয়ারি মাসে বিচারপতি মান্থার এজলাস বয়কটকে ঘিরে হাইকোর্টে ধুন্ধুমার ঘটে।আইনজীবীদের একাংশ অন্য আইজীবীদের তাঁর এজলাসে ঢুকতে বাধা দেয়।এমনকী,পোস্টার পরতে দেখা যায় বিচারপতি মান্থার যোধপুর পার্কের বাড়ির সামনে। সেই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেন তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। সেই মামলা শোনার জন্য পাঁচ সদস্যের বিশেষ বেঞ্চ গঠিত হয়। সম্প্রতি ওই মামলা সংশ্লিষ্ট আইনজীবীরা দুঃখ প্রকাশ করায় হাইকোর্ট সেটি খারিজ করে বলে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে।

হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, একক বেঞ্চের পরিবর্তে এখন থেকে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে বসবেন বিচারপতি রাজাশেখর মান্থা। ওই ডিভিশন বেঞ্চ পরিবহণ সংক্রান্ত বিভিন্ন মামলা শুনবে। তবে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি থাকছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতেই।

spot_img

Related articles

ঘরের মাঠে লিগের ম্যাচ ফেরানোর উদ্যোগ, চ্যাম্পিয়ন বাংলা দলকে সংবর্ধনা বাগানের

শনিবার নতুন কমিটির প্রথম বার্ষিক সাধারণ সভা (AGM)ছিল।। গত বছরও মোহনবাগানের(Mohun Bagan)বার্ষিক সাধারণ সভায় উত্তপ্ত বাক্য বিনিময় হয়।...

মুক্তি পাচ্ছে ‘দানব’, তার আগেই হয়ে গেল মিউজিক-ট্রেলার শো-কেস

চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে আতিউল ইসলামের সাইকো থ্রিলার ‘দানব’। ইতিমধ্যেই ট্রেলার ও মিউজিক লঞ্চ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সাড়া...

একটা লড়াই জেতা হল: সোনালির সঙ্গী সুইটিকে ফেরানোর চ্যালেঞ্জ তৃণমূলের

একা সোনালি খাতুন নয়। লড়াইটা অন্যায়ভাবে বাংলাদেশে পুশ ব্যাক করে দেওয়া সব বাঙালির জন্য। সোনালির লড়াই প্রমাণ করেছে...

‘এসআইআর’-এর চাপে অসুস্থ আরও এক বিএলও! ভর্তি হাসপাতালে

ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন আরও এক বিএলও। হাওড়ার জগৎবল্লভপুর এলাকার ঘটনা। পেশায় শিক্ষিকা তনুশ্রী সিনহা অসুস্থ...