Wednesday, August 27, 2025

বিচারপতি মান্থার এজলাস থেকে ইডি এবং সিবিআইয়ের মামলাগুলি সরল অন্য বেঞ্চে

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিচার্য বিষয়ে বদল। তাঁর এজলাস থেকে ইডি এবং সিবিআইয়ের মামলাগুলি সরিয়ে নেওয়া হল। পুলিশি নিষ্ক্রিয়তার মামলাগুলি ৪ জুলাই থেকে শুনবেন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এখন থেকে বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বসবেন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট যে রোস্টার প্রকাশ করেছে তাতেই এ কথা জানানো হয়েছে।

বিচারপতি মান্থার এজলাসে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে পঞ্চায়েত ভোট সংক্রান্ত বহু মামলা রয়েছে। একাধিক মামলায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চে তা খারিজ হয়ে গিয়েছে।গত জানুয়ারি মাসে বিচারপতি মান্থার এজলাস বয়কটকে ঘিরে হাইকোর্টে ধুন্ধুমার ঘটে।আইনজীবীদের একাংশ অন্য আইজীবীদের তাঁর এজলাসে ঢুকতে বাধা দেয়।এমনকী,পোস্টার পরতে দেখা যায় বিচারপতি মান্থার যোধপুর পার্কের বাড়ির সামনে। সেই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেন তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। সেই মামলা শোনার জন্য পাঁচ সদস্যের বিশেষ বেঞ্চ গঠিত হয়। সম্প্রতি ওই মামলা সংশ্লিষ্ট আইনজীবীরা দুঃখ প্রকাশ করায় হাইকোর্ট সেটি খারিজ করে বলে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে।

হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, একক বেঞ্চের পরিবর্তে এখন থেকে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে বসবেন বিচারপতি রাজাশেখর মান্থা। ওই ডিভিশন বেঞ্চ পরিবহণ সংক্রান্ত বিভিন্ন মামলা শুনবে। তবে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি থাকছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতেই।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...