Monday, May 19, 2025

বিচারপতি মান্থার এজলাস থেকে ইডি এবং সিবিআইয়ের মামলাগুলি সরল অন্য বেঞ্চে

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বিচার্য বিষয়ে বদল। তাঁর এজলাস থেকে ইডি এবং সিবিআইয়ের মামলাগুলি সরিয়ে নেওয়া হল। পুলিশি নিষ্ক্রিয়তার মামলাগুলি ৪ জুলাই থেকে শুনবেন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এখন থেকে বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে বসবেন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট যে রোস্টার প্রকাশ করেছে তাতেই এ কথা জানানো হয়েছে।

বিচারপতি মান্থার এজলাসে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে পঞ্চায়েত ভোট সংক্রান্ত বহু মামলা রয়েছে। একাধিক মামলায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চে তা খারিজ হয়ে গিয়েছে।গত জানুয়ারি মাসে বিচারপতি মান্থার এজলাস বয়কটকে ঘিরে হাইকোর্টে ধুন্ধুমার ঘটে।আইনজীবীদের একাংশ অন্য আইজীবীদের তাঁর এজলাসে ঢুকতে বাধা দেয়।এমনকী,পোস্টার পরতে দেখা যায় বিচারপতি মান্থার যোধপুর পার্কের বাড়ির সামনে। সেই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেন তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। সেই মামলা শোনার জন্য পাঁচ সদস্যের বিশেষ বেঞ্চ গঠিত হয়। সম্প্রতি ওই মামলা সংশ্লিষ্ট আইনজীবীরা দুঃখ প্রকাশ করায় হাইকোর্ট সেটি খারিজ করে বলে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে।

হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, একক বেঞ্চের পরিবর্তে এখন থেকে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে বসবেন বিচারপতি রাজাশেখর মান্থা। ওই ডিভিশন বেঞ্চ পরিবহণ সংক্রান্ত বিভিন্ন মামলা শুনবে। তবে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি থাকছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতেই।

spot_img

Related articles

ভারতীয় সেনার তৎপরতা – সাহসিকতা! ভেস্তে গেল স্বর্ণমন্দিরে পাকিস্তানের হামলার চক্রান্ত

ভারতীয় সেনার তৎপরতা ও সাহসিকতায় রক্ষা পেল পবিত্র ধর্মস্থান স্বর্ণমন্দির। স্বর্ণমন্দিরকে লক্ষ্য করে পাকিস্তানের ছোড়া একের পর এক...

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...