Friday, December 12, 2025

উদ্বোধনের চল্লিশ দিনেই ব্রিজে ফা.টল! মোদি রাজ্যে কাটমানি খেলেন কোন বিজেপি নেতা? 

Date:

Share post:

উদ্বোধনের মাত্র ৪০ দিনেই ফাটল? নিজের রাজ্যের কাটমানি দুর্নীতি নিয়ে কী বলবেন ৫৬ ইঞ্চির ছাতির প্রধানমন্ত্রী (PM Narendra Modi)! ঘটা করে সুরাটের (Surat) বেদ ভৈরব ব্রিজ (Ved Vairabh Bridge) উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patil)। খরচ হয়েছিল প্রায় ১১৮ কোটি টাকা। ৪০ দিন কাটতে না কাটতেই সেই ব্রিজে ফাটল। তাহলে কি নির্মাণ কাজে কাটমানি দুর্নীতির শিকার মোদি রাজ্য (Modi State)? দলের কোন নেতা কাটমানি খেলেন সেই নামটা কি আদৌ পৌঁছালো শাহ-মোদির কারচুপির স্পেশাল লিস্টে? বিরোধীরা দুর্নীতির দিকেই আঙুল তুলছেন। ব্রিজ তৈরি হওয়ার এই কটা দিনের মধ্যেই যদি এই অবস্থা হয় তাহলে আগামিতে আরও বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তো এড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতিকে দিয়ে এই ঘটনার তদন্ত করতে হবে, এমন কথায় ঘোরাফেরা করছে বিরোধী মহলে।

৮ লক্ষ মানুষের কথা ভেবে আধুনিক পদ্ধতি ব্যবহার করে চার লেনের বিরাট ব্রিজ উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রায় ১.৫ কিমি দীর্ঘ এই ব্রিজ। সেতুর বয়স মাত্র ৪০ দিন। তাতেই এই অবস্থা। ঘটনার খবর পেয়েই সুরাট কর্পোরেশনের বিরোধী দলনেতা আপ কাউন্সিলর ধর্মেশ ভান্ডারি জায়গাটি দেখেছেন বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনার কথা জানাজানি হতেই কর্মীরা দ্রুত গিয়ে মেরামতির ব্যবস্থা করেন। কিন্তু সেটা তো ধামা চাপা দেওয়ার চেষ্টা মাত্র, এত বড় ফাটলের আসল কারণ কী? তবে কি নির্মাণে ত্রুটি ছিল? দুর্নীতির ইস্যু তুলে রীতিমতো শোরগোল পড়ে গেছে। মুখে কুলুপ পদ্ম শিবিরের। আপ নেতৃত্বের দাবি, বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এমন ঠিকাদারদের কাজ দেওয়া হয়েছিল। তার জেরেই এভাবে ব্রিজে ফাটল দেখা দিয়েছিল। প্রথমবার বৃষ্টি পড়তেই এই অবস্থা! বিজেপি সরকারের (BJP Government) কাছে মানুষের নিরাপত্তার যে কোন মূল্য নেই সেটা বেশ পরিষ্কার।

এই প্রথম নয় এর আগেও সেতু বিপর্যয়ের মুখে পড়েছে গুজরাট। গত বছর ৩০ অক্টোবর সংস্কারের পাঁচ দিনের মধ্যে গুজরাটের মোরবিতে মাছু নদীর উপর ভেঙে পড়ে ঝুলন্ত মোরবি সেতুটি। ওই সময় সেতুর উপরে থাকা সকলেই ছিটকে নদীতে পড়ে যান। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, সেতু ছিঁড়ে পড়ায় নদীতে অন্তত ৪০০ জন পড়ে গিয়েছিল। প্রাথমিকভাবে অন্তত ১৩৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে বলে সরকারি সূত্রে জানানো হয়। সংস্কারের পাঁচ দিনের মধ্যে কী ভাবে ঝুলন্ত সেতু ছিঁড়ে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু করে গুজরাট প্রশাসন। মোদি আগমনের আগে তড়িঘড়ি করে ব্রিজের সংস্কারে যে গাফিলতি লুকিয়ে ছিল সেটা পরিষ্কার হয়ে যায় এই ঘটনায়। এবার উদ্বোধনের ৪০ দিনের মাথায় ব্রিজে ফাটলের ঘটনায়, মোদি রাজ্য যে আসলে দুর্নীতির গোয়ালঘর ফের তার প্রমাণ মিললো।

 

spot_img

Related articles

হোটেল থেকেই করবেন মূর্তির উদ্বোধন, মেসি ম্যাজিকের অপেক্ষায় যুবভারতী

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, শুক্রবার গভীর রাতে কলকাতায় পা দিচ্ছেন ফুটবলের রাজপুত্র লিও মেসি (Leo Messi)। মাত্র ১২...

ডবলইঞ্জিনের রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী! পুশব্যাকের হুমকি

ফের ডবলইঞ্জিন শাসিত রাজ্যে বাংলা বলে ফের আক্রান্ত রাজ্যের ব্য়বসায়ী। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় (Orissa)...

টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে শুরু অলিম্পিকা নাইট, অতিথি প্রণয়

টেকনো ইন্ডিয়া গ্রুপের(Techno India Group) উদ্যোগে শুরু হল পঞ্চম সংস্করণে অলিম্পিকা নাইট।  এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত...

যৌনপল্লির মহিলাকে বাড়িতে আনতে বাধা: মাকে মারধর-নগ্ন ভিডিও তুলে পতিতাপল্লিতে রেখে এলেন যুবক

যৌনপল্লির (Brothel Home) মহিলাকে বাড়িতে চায় পুত্র। সেই ইচ্ছেয় সম্মতি না দেওয়ায় মা-কে বেদম মারধর করার অভিযোগ উঠল...